০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থানে মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৩ মহিলা, আহত আরও অনেক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্ক: মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। মৃত তিনজনই মহিলা। আহত আরও অনেকে। সোমবার ভোর ৫ টা নাগাদ রাজস্থানের সিকারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

BREAKING: রাখি পূর্ণিমার ছুটি ঘোষণা রাজ্য সরকারের

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাসপাতালে খোঁজ নিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। হতাহতের সংখ্যা  আরও বাড়তে পারে বলেই প্রশাসনের আশঙ্কা।

আরও পড়ুন: রাজস্থানের মন্দিরে হানা এনসিবি-র, বাজেয়াপ্ত ৫৮ কেজির বেশি আফিম

এখনও অবধি মৃতদের মধ্যে একজনকেই শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের শনাক্তকরণের কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাটু শ্যাম মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর ভোর পাঁচটা নাগাদ প্রবেশপথের কাছে আচমকাই তীর্যযাত্রীদের ধাক্কাধাক্কি শুরু হয়। প্রবেশদ্বার খুলতেই সকলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ার চেষ্টা শুরু হয়। এর ফলে ধাক্কাধাক্কিতে কয়েকজন মাটিতে পড়ে যায়। এর ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত হয় আরও অনেকেই।   আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: জল্পেশে জল ঢালতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কোচবিহারের ১০ তীর্থযাত্রীর,গুরুতর জখম ১৬

 

উল্লেখ্য  প্রতি বছরই সময়ে এই মন্দিরে তীর্থযাত্রীদের ভিড় হয়। মন্দির  লাগোয়া চত্বরে মেলাতেও যোগ দিতে আসেন  বহু মানুষ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। খাটু শ্যামের মন্দিরে সোমবার ভোরে প্রচুর ভক্ত সমাগম হয়।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজস্থানে মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৩ মহিলা, আহত আরও অনেক

আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। মৃত তিনজনই মহিলা। আহত আরও অনেকে। সোমবার ভোর ৫ টা নাগাদ রাজস্থানের সিকারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

BREAKING: রাখি পূর্ণিমার ছুটি ঘোষণা রাজ্য সরকারের

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাসপাতালে খোঁজ নিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। হতাহতের সংখ্যা  আরও বাড়তে পারে বলেই প্রশাসনের আশঙ্কা।

আরও পড়ুন: রাজস্থানের মন্দিরে হানা এনসিবি-র, বাজেয়াপ্ত ৫৮ কেজির বেশি আফিম

এখনও অবধি মৃতদের মধ্যে একজনকেই শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের শনাক্তকরণের কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাটু শ্যাম মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর ভোর পাঁচটা নাগাদ প্রবেশপথের কাছে আচমকাই তীর্যযাত্রীদের ধাক্কাধাক্কি শুরু হয়। প্রবেশদ্বার খুলতেই সকলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ার চেষ্টা শুরু হয়। এর ফলে ধাক্কাধাক্কিতে কয়েকজন মাটিতে পড়ে যায়। এর ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত হয় আরও অনেকেই।   আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: জল্পেশে জল ঢালতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কোচবিহারের ১০ তীর্থযাত্রীর,গুরুতর জখম ১৬

 

উল্লেখ্য  প্রতি বছরই সময়ে এই মন্দিরে তীর্থযাত্রীদের ভিড় হয়। মন্দির  লাগোয়া চত্বরে মেলাতেও যোগ দিতে আসেন  বহু মানুষ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। খাটু শ্যামের মন্দিরে সোমবার ভোরে প্রচুর ভক্ত সমাগম হয়।