সাকিল কাণ্ডে ঘাতক গাড়ির খোঁজ মিললো, এখনও অধরা চালকের নাম

- আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: সড়ক দুর্ঘটনায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিল আহমেদের মৃত্যুর পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। অবশেষে কসবার এক শো-রুম থেকে ঘাতক গাড়ির হদিশ পেল। তবে ঘাতক গাড়ির চালকের নাম প্রকাশ্যে আনা হয়। এদিকে কেন এখনও গাড়ির চালকের খোঁজ মিলল না, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে তা নিয়ে উত্তেজনা চরমে ওঠে। উত্তেজিত ছাত্রদের সামলাতে হিমশিম খায় পুলিশ।
বিক্ষোভের মুখে পুলিশের আশ্বাস খুব শীঘ্রই চালককে গ্রেফতার করা হবে। ছাত্র বিক্ষোভে প্রায় অবরুদ্ধ রাস্তা। বিধাননগর পুলিশের কমিশনারেটের দাবি, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠেছে কেন নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। এদিকে পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত এলাকায় সিসি ফুটেজ ঠিক মতো কাজ করছিল না। এই যথেষ্ট উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে।
নিউটাউনে বর্ষবরণের দিন এক গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিল আহমেদের। মৃত ছাত্র মুর্শিদাবাদের। গতকালই সাকিলের বাড়ি ফেরারে কথা ছিল। ছেলের অকালমৃত্যুর ঘটনায় শোকে পাথর সাকিলের পরিবার। বাবা দিন মজুরি করেই সাকিলকে বড় করে তুলেছিলেন। জানা গিয়েছে, সাকিল অত্যন্ত মেধাবী ও নিরীহ ছেলে বলেই গ্রামে পরিচিত ছিল।
সাকিলের পরিবারের অভিযোগ ছেলেকে খুন করা হয়েছে।