০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সদ্যজাত সন্তান গাড়িতে , ফিলিস্তিনি দম্পতিকে গ্রেফতার করল অমানবিক ইসরায়েলি পুলিশ

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
  • / 15

পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনি এক দম্পতিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ। আর গাড়ির ভেতর ক্রমাগত কেঁদে চলেছে এক শিশু। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ওই ক্রন্দনরত শিশুর বাবা মা বিনা অনুমতিতে জেরুসালেমে প্রবেশ করেছিল এমনটাই অভিযোগ করে তাঁদের গ্রেফতার করেন ইসরায়েলি পুলিশ। তাঁদের ধরে নিয়ে যাওয়ার পর ওই শিশুটি অনেকক্ষণ ধরে গাড়িতে একা ছিল।

তুরস্কের সংবাদ মাধ্যম সূত্রে খবর, গাড়িতে আটকে থাকা ওই শিশু গুলির মধ্যে একজন নবজাতকও ছিল। গাড়ির ভেতরে ওই শিশুদের একা ফেলে রেখে তাদের বাবা-মাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি পুলিশ।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

ভিডিওতে দেখা গেছে ওই দু’ই শিশু গাড়ির মধ্যে ক্রমাগত কেঁদেই চলেছে। এক ব্যক্তি ওই ভিডিওটি করেন, এবং তিনি নিজেই ওই গাড়ির দরজা খোলেন।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

ইসরায়েলি পুলিশের এই রকম অমানবিক আচরণের ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে সাধারণ মানুষরা। শুধু তাই নয় এমন ঘটনায় সামাজিক মাধ্যমেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

ইসরায়েলের পুলিশের দাবি, আটক ওই নারীর জেরুজালেমে ঢোকার অনুমতি ছিল না। এ জন্য ওই নারী ও তাঁর স্বামীকে আটক করেছে তারা।

https://twitter.com/trtworld/status/1543004295502651397?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1543004295502651397%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Finternational%2Fnews%2F774823

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সদ্যজাত সন্তান গাড়িতে , ফিলিস্তিনি দম্পতিকে গ্রেফতার করল অমানবিক ইসরায়েলি পুলিশ

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনি এক দম্পতিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ। আর গাড়ির ভেতর ক্রমাগত কেঁদে চলেছে এক শিশু। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ওই ক্রন্দনরত শিশুর বাবা মা বিনা অনুমতিতে জেরুসালেমে প্রবেশ করেছিল এমনটাই অভিযোগ করে তাঁদের গ্রেফতার করেন ইসরায়েলি পুলিশ। তাঁদের ধরে নিয়ে যাওয়ার পর ওই শিশুটি অনেকক্ষণ ধরে গাড়িতে একা ছিল।

তুরস্কের সংবাদ মাধ্যম সূত্রে খবর, গাড়িতে আটকে থাকা ওই শিশু গুলির মধ্যে একজন নবজাতকও ছিল। গাড়ির ভেতরে ওই শিশুদের একা ফেলে রেখে তাদের বাবা-মাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি পুলিশ।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

ভিডিওতে দেখা গেছে ওই দু’ই শিশু গাড়ির মধ্যে ক্রমাগত কেঁদেই চলেছে। এক ব্যক্তি ওই ভিডিওটি করেন, এবং তিনি নিজেই ওই গাড়ির দরজা খোলেন।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

ইসরায়েলি পুলিশের এই রকম অমানবিক আচরণের ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে সাধারণ মানুষরা। শুধু তাই নয় এমন ঘটনায় সামাজিক মাধ্যমেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

ইসরায়েলের পুলিশের দাবি, আটক ওই নারীর জেরুজালেমে ঢোকার অনুমতি ছিল না। এ জন্য ওই নারী ও তাঁর স্বামীকে আটক করেছে তারা।

https://twitter.com/trtworld/status/1543004295502651397?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1543004295502651397%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Finternational%2Fnews%2F774823