০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শহরে ইস্টবেঙ্গলের নতুন ডিফেন্ডার পারদো

পুবের কলম প্রতিবেদক: সাড়ে চার বছর পরে ডার্বি জয়ের আনন্দের রেশের মধ্যেই ইস্টবেঙ্গল সমর্থকের জন্য আরও একটি ভালো খবর – রবিবার শহরে চলে এলেন দলের স্প্যানিশ ডিফেন্ডার জোশ আন্তোনিও পারদো। গত কয়েকটি মরশুম জুড়েই লাল হলুদকে ডিফেন্স সমস্যায় ভুগতে হয়েছে। এ বার তাই কর্তারা ছিলেন বেশ সতর্ক। রক্ষণ জোরদার করতে জোড়া বিদেশি ফুটবলারকে সই করিয়েছে তারা। জর্ডন এলসের পাশাপাশি পারদোকে দলে নিয়েছেন লাল হলুদ কোচ কুয়াদ্রত। পারদো দলে আসায় ইস্টবেঙ্গলের ডিফেন্স আরো মজবুত হল।

 

এ দিকে বহু প্রতীক্ষিত ডার্বি জয় সমর্থকদের উৎসর্গ করলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “দলকে সময় দিন আরও সাফল্য পাব।” একইসঙ্গে পরোক্ষে মোহনবাগান সচিবকে কটাক্ষ করে দেবব্রত বলেন, “যাঁরা বলেছিলেন, ৮,৯,১০ তাঁরা আগে ইতিহাসটা ঘেঁটে দেখুক। একসময় আমরা টানা পাঁচ বছর ডার্বিতে অপরাজিত ছিলাম। ভেবেছিলাম কয়েকজনের স্বভাব বদলাবে। কিন্তু দেখছি বদলায়নি।” পাশাপাশি রবিবার ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল স্পোর্টস ডে। ক্লাবের প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিবস স্মরণে প্রতিবছরই এই দিনটি লাল হলুদে স্পোর্টস ডে হিসেবে পালন করা হয়। এ দিন ক্লাবে সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বধিক পাঠিত

পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শহরে ইস্টবেঙ্গলের নতুন ডিফেন্ডার পারদো

আপডেট : ১৩ অগাস্ট ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: সাড়ে চার বছর পরে ডার্বি জয়ের আনন্দের রেশের মধ্যেই ইস্টবেঙ্গল সমর্থকের জন্য আরও একটি ভালো খবর – রবিবার শহরে চলে এলেন দলের স্প্যানিশ ডিফেন্ডার জোশ আন্তোনিও পারদো। গত কয়েকটি মরশুম জুড়েই লাল হলুদকে ডিফেন্স সমস্যায় ভুগতে হয়েছে। এ বার তাই কর্তারা ছিলেন বেশ সতর্ক। রক্ষণ জোরদার করতে জোড়া বিদেশি ফুটবলারকে সই করিয়েছে তারা। জর্ডন এলসের পাশাপাশি পারদোকে দলে নিয়েছেন লাল হলুদ কোচ কুয়াদ্রত। পারদো দলে আসায় ইস্টবেঙ্গলের ডিফেন্স আরো মজবুত হল।

 

এ দিকে বহু প্রতীক্ষিত ডার্বি জয় সমর্থকদের উৎসর্গ করলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “দলকে সময় দিন আরও সাফল্য পাব।” একইসঙ্গে পরোক্ষে মোহনবাগান সচিবকে কটাক্ষ করে দেবব্রত বলেন, “যাঁরা বলেছিলেন, ৮,৯,১০ তাঁরা আগে ইতিহাসটা ঘেঁটে দেখুক। একসময় আমরা টানা পাঁচ বছর ডার্বিতে অপরাজিত ছিলাম। ভেবেছিলাম কয়েকজনের স্বভাব বদলাবে। কিন্তু দেখছি বদলায়নি।” পাশাপাশি রবিবার ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল স্পোর্টস ডে। ক্লাবের প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিবস স্মরণে প্রতিবছরই এই দিনটি লাল হলুদে স্পোর্টস ডে হিসেবে পালন করা হয়। এ দিন ক্লাবে সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।