২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিক সংকটের  মুখে এবার ভুটান,তলানিতে বৈদেশিক মুদ্রার ভান্ডার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার
  • / 34

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের প্রতিবেশী ভুটানে নজিরবিহীন আর্থিক সংকট দেখা দিয়েছে। যে দেশটি একসময় সুখে-শান্তিতে সমৃদ্ধ ছিল, সেই ভুটানই এখন মহাবিপদে। দেশটিতে বৈদেশিক মুদ্রার ভান্ডার তলানিতে এসে ঠেকেছে। ফলে শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আশঙ্কা রয়েছে দেশটি। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দা ও কোভিড বিধিনিষেধের জেরে দেশটির অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। ফলে ৮ লক্ষের কম জনসংখ্যার দেশটি এখন ঘুরে দাঁড়াতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। ভুটানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলি বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। সেগুলিকে টিকিয়ে রাখতে লড়াই করতে হচ্ছে। গত কয়েক মাস আগে শ্রীলঙ্কায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হওয়ায় বিক্ষোভ হয়েছিল। সেই সংকট থেকে এখনও বের হতে পারেনি শ্রীলঙ্কা।  তবে ভুটানের অবস্থা ততটা খারাপ নয়। দেশটি শুধু বৈদেশিক মুদ্রার সঞ্চয় কমে যাওয়ায় বিপাকে পড়েছে। ভুটানের হাতে এখন বৈদেশিক মুদ্রা রয়েছে ৯৭ কোটি ডলার। ২০২১ সালের এপ্রিলে দেশটির কাছে ছিল ১৪৬ কোটি ডলার। অন্যদিকে, বৈদেশিক ঋণও বেড়েছে ভুটানের। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহকারী যান ও বুলডোজারের মতো ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি বাদে সব যানবহন আমদানি নিষিদ্ধ করেছে ভুটান।

আরও পড়ুন: অসম-ভুটান রেল সংযোগ, থিম্পুর সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে তৎপর ভারত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক সংকটের  মুখে এবার ভুটান,তলানিতে বৈদেশিক মুদ্রার ভান্ডার

আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের প্রতিবেশী ভুটানে নজিরবিহীন আর্থিক সংকট দেখা দিয়েছে। যে দেশটি একসময় সুখে-শান্তিতে সমৃদ্ধ ছিল, সেই ভুটানই এখন মহাবিপদে। দেশটিতে বৈদেশিক মুদ্রার ভান্ডার তলানিতে এসে ঠেকেছে। ফলে শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আশঙ্কা রয়েছে দেশটি। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দা ও কোভিড বিধিনিষেধের জেরে দেশটির অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। ফলে ৮ লক্ষের কম জনসংখ্যার দেশটি এখন ঘুরে দাঁড়াতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। ভুটানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলি বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। সেগুলিকে টিকিয়ে রাখতে লড়াই করতে হচ্ছে। গত কয়েক মাস আগে শ্রীলঙ্কায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হওয়ায় বিক্ষোভ হয়েছিল। সেই সংকট থেকে এখনও বের হতে পারেনি শ্রীলঙ্কা।  তবে ভুটানের অবস্থা ততটা খারাপ নয়। দেশটি শুধু বৈদেশিক মুদ্রার সঞ্চয় কমে যাওয়ায় বিপাকে পড়েছে। ভুটানের হাতে এখন বৈদেশিক মুদ্রা রয়েছে ৯৭ কোটি ডলার। ২০২১ সালের এপ্রিলে দেশটির কাছে ছিল ১৪৬ কোটি ডলার। অন্যদিকে, বৈদেশিক ঋণও বেড়েছে ভুটানের। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহকারী যান ও বুলডোজারের মতো ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি বাদে সব যানবহন আমদানি নিষিদ্ধ করেছে ভুটান।

আরও পড়ুন: অসম-ভুটান রেল সংযোগ, থিম্পুর সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে তৎপর ভারত