০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ দফায় উত্তরপ্রদেশে পড়ল প্রায় ৬০% ভোট, টেনিকে ঘিরে তপ্ত হয়ে উঠল লখিমপুর খেরি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 27

পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবার ছিল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণ।নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিকাল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৭.৪৫ % ।

উত্তরপ্রদেশের চতুর্থ দফার ভোটে বুধবার মোট ৯টি জেলার ৫৯টি বিধানসভা আসনে ভোট চলেছে। রাজধানী লখনউয়ের পাশপাশি সেই তালিকাতেই রয়েছে রায়বরেলী, পিলিভিট, বান্দা, সীতাপুর, হরদোই, ফতেপুর, উন্নাও এবং লখিমপুর-খেরি। এইদিন লখনৌতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার চতুর্থ দফায়  নিজের ভোটধিকার প্রয়োগ করেন বহুজনসমাজবাদী পার্টির মায়াবতীও।

আরও পড়ুন: শ্লীলতাহানির শিকার ২০ বছরের তরুণীর মৃত্যু, লখিমপুর খেরিতে সাম্প্রদায়িক উত্তেজনা  

আজ  নজরছিল লখিমপুরে। যোগী রাজ্যে বিজেপির সবচয়ে কঠিন লড়াই মনে করা হচ্ছে এই লখিমপুরেই । লাখিমপুর খেরি কেন্দ্রের ভোটার কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। আন্দোলনকারী কৃষকদের হত্যার দায়ে অভিযুক্ত তাঁর ছেলে আশিস মিশ্র। এদিন  নিজের কেন্দ্রে নিরাপত্তার ঘেরাটোপে ভোট দিতে গিয়েছিলেন মন্ত্রী অজয় মিশ্র। পুলিশ কর্মীদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল আধা সামরিক বাহিনী। কিন্তু ভোট কেন্দ্রে কোনও ভোটার এজাতীয় নিরাপত্তা  নিয়ে যেতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: লখিমপুর কান্ডে অজয় মিশ্রের অপসারণ চেয়ে সংসদে ফের সুর চড়ালেন রাহুল

২০১২ এবং ২০১৭-র বিধানসভা ভোটে লখিমপুর-খেরির নিঘাসন কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপি-র এই হেভিওয়েট  ব্রাহ্মণ নেতা টেনি। ২০১৯ সালের লোকসভা ভোটে ওই জেলারই খেরি থেকে সাংসদ হন তিনি।

আরও পড়ুন: লাইনে বসে কৃষকেরা, ‘রেল রোকো’কর্মসূচি ঘিরে বিপর্যস্ত উত্তর ভারতের ট্রেন চলাচল

 

আজ বুধবার উত্তরপ্রদেশে মোট ৫৯টি বিধানসভা কেন্দ্রে আজ ভোটগ্রহণ করা  হয়  । লখিমপুরের পাশাপাশি বহুলচর্চিত উন্নাওতেও আজ হয়  ভোটগ্রহণ। উত্তরপ্রদেশে বিজেপি এবং সমাজবাদী পার্টি উভয় দলই আত্মবিশ্বাসী নিজেদের জয় নিয়ে।

বিজেপি  নিজের রেকর্ড নিজেই ভাঙবে, বলে এইদিন দাবি করেন উত্তরপ্রদেশের বিদায়ী উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। । আগের তিনটি দফা মিলিয়ে দেড়শোর বেশি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

বুধবার চতুর্থদফার  ভোটের শেষে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বলেন উত্তরপ্রদেশে ২০০ বেশির আসন নিয়ে ক্ষমতায় আসবে সমাজবাদী পার্টি। উল্লেখ্য মোট সাত দফায় হবে উত্তরপ্রদেশের নির্বাচন। যারমধ্যে বুধবার সম্পন্ন হল চতুর্থ দফা। এখনও বাকি আছে তিন দফা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চতুর্থ দফায় উত্তরপ্রদেশে পড়ল প্রায় ৬০% ভোট, টেনিকে ঘিরে তপ্ত হয়ে উঠল লখিমপুর খেরি

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবার ছিল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণ।নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিকাল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৭.৪৫ % ।

উত্তরপ্রদেশের চতুর্থ দফার ভোটে বুধবার মোট ৯টি জেলার ৫৯টি বিধানসভা আসনে ভোট চলেছে। রাজধানী লখনউয়ের পাশপাশি সেই তালিকাতেই রয়েছে রায়বরেলী, পিলিভিট, বান্দা, সীতাপুর, হরদোই, ফতেপুর, উন্নাও এবং লখিমপুর-খেরি। এইদিন লখনৌতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার চতুর্থ দফায়  নিজের ভোটধিকার প্রয়োগ করেন বহুজনসমাজবাদী পার্টির মায়াবতীও।

আরও পড়ুন: শ্লীলতাহানির শিকার ২০ বছরের তরুণীর মৃত্যু, লখিমপুর খেরিতে সাম্প্রদায়িক উত্তেজনা  

আজ  নজরছিল লখিমপুরে। যোগী রাজ্যে বিজেপির সবচয়ে কঠিন লড়াই মনে করা হচ্ছে এই লখিমপুরেই । লাখিমপুর খেরি কেন্দ্রের ভোটার কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। আন্দোলনকারী কৃষকদের হত্যার দায়ে অভিযুক্ত তাঁর ছেলে আশিস মিশ্র। এদিন  নিজের কেন্দ্রে নিরাপত্তার ঘেরাটোপে ভোট দিতে গিয়েছিলেন মন্ত্রী অজয় মিশ্র। পুলিশ কর্মীদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল আধা সামরিক বাহিনী। কিন্তু ভোট কেন্দ্রে কোনও ভোটার এজাতীয় নিরাপত্তা  নিয়ে যেতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: লখিমপুর কান্ডে অজয় মিশ্রের অপসারণ চেয়ে সংসদে ফের সুর চড়ালেন রাহুল

২০১২ এবং ২০১৭-র বিধানসভা ভোটে লখিমপুর-খেরির নিঘাসন কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপি-র এই হেভিওয়েট  ব্রাহ্মণ নেতা টেনি। ২০১৯ সালের লোকসভা ভোটে ওই জেলারই খেরি থেকে সাংসদ হন তিনি।

আরও পড়ুন: লাইনে বসে কৃষকেরা, ‘রেল রোকো’কর্মসূচি ঘিরে বিপর্যস্ত উত্তর ভারতের ট্রেন চলাচল

 

আজ বুধবার উত্তরপ্রদেশে মোট ৫৯টি বিধানসভা কেন্দ্রে আজ ভোটগ্রহণ করা  হয়  । লখিমপুরের পাশাপাশি বহুলচর্চিত উন্নাওতেও আজ হয়  ভোটগ্রহণ। উত্তরপ্রদেশে বিজেপি এবং সমাজবাদী পার্টি উভয় দলই আত্মবিশ্বাসী নিজেদের জয় নিয়ে।

বিজেপি  নিজের রেকর্ড নিজেই ভাঙবে, বলে এইদিন দাবি করেন উত্তরপ্রদেশের বিদায়ী উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। । আগের তিনটি দফা মিলিয়ে দেড়শোর বেশি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

বুধবার চতুর্থদফার  ভোটের শেষে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বলেন উত্তরপ্রদেশে ২০০ বেশির আসন নিয়ে ক্ষমতায় আসবে সমাজবাদী পার্টি। উল্লেখ্য মোট সাত দফায় হবে উত্তরপ্রদেশের নির্বাচন। যারমধ্যে বুধবার সম্পন্ন হল চতুর্থ দফা। এখনও বাকি আছে তিন দফা।