০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রন আতঙ্কের মধ্যেই করোনা আক্রান্ত দুই জলহস্তী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 56

পুবের কলম ওয়েবডেস্কঃ বেলজিয়ামের এন্টওয়ার্প চিড়িয়াখানার দুটি জলহস্তী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন– তৃণভোজী স্তন্যপায়ী  এই প্রজাতির প্রাণী প্রথমবারের মতো করোনা আক্রান্ত হল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে– করোনায় আক্রান্ত জলহস্তী দুটির নাম ইমানি ও হেরমাইন। তাদের একজনের বয়স ১৪ বছর– অপরজনের ৪১ বছর।

 

আরও পড়ুন: আবারও ভয় ধরাচ্ছে করোনা

শুধু সর্দি ছাড়া আর কোনও করোনার  উপসর্গ তাদের নেই বলে জানা গেছে। তবে প্রাণী দুটি কিভাবে করোনা আক্রান্ত হল তা এখনও জানা যায়নি। তাদের কেয়ারটেকারেরও করোনার কোনও উপসর্গ  দেখা যায়নি এবং চিড়িয়াখানার অন্য প্রাণীদেরও পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। করোনা আক্রান্ত প্রাণী দুটিকে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার দায়িত্বে থাকা পশুচিকিৎসক ফঁসিস ভ্যাকাম্যান বলেন– ’আমার মতে এই প্রজাতির ক্ষেত্রে এটিই প্রথম করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। বিশ্বে এই ভাইরাসটি গরিলা– ওরাংওটাং– শিম্পাজি এবং বিড়ালজাতীয় প্রাণীদের মধ্যে শনাক্ত হয়েছিল আগে।’ আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনএর তথ্য অনুযায়ী– বিশ্বে চিড়িয়াখানার– এমনকি পোষা প্রাণীও  করোনায় আক্রান্ত হয়েছে। গত মাসেও করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার নেব্রাস্কার একটি চিড়িয়াখানায় মৃত্যু হয় তিনটি বিরল প্রজাতির তুষার চিতাবাঘের।

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কঃ বছরের প্রথম দিন বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কের মধ্যেই রাজপথে উৎসবমুখী জনতা, পুবের কলম ডিজিটালের লেন্সবন্দি কোলাজ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমিক্রন আতঙ্কের মধ্যেই করোনা আক্রান্ত দুই জলহস্তী

আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বেলজিয়ামের এন্টওয়ার্প চিড়িয়াখানার দুটি জলহস্তী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন– তৃণভোজী স্তন্যপায়ী  এই প্রজাতির প্রাণী প্রথমবারের মতো করোনা আক্রান্ত হল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে– করোনায় আক্রান্ত জলহস্তী দুটির নাম ইমানি ও হেরমাইন। তাদের একজনের বয়স ১৪ বছর– অপরজনের ৪১ বছর।

 

আরও পড়ুন: আবারও ভয় ধরাচ্ছে করোনা

শুধু সর্দি ছাড়া আর কোনও করোনার  উপসর্গ তাদের নেই বলে জানা গেছে। তবে প্রাণী দুটি কিভাবে করোনা আক্রান্ত হল তা এখনও জানা যায়নি। তাদের কেয়ারটেকারেরও করোনার কোনও উপসর্গ  দেখা যায়নি এবং চিড়িয়াখানার অন্য প্রাণীদেরও পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। করোনা আক্রান্ত প্রাণী দুটিকে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার দায়িত্বে থাকা পশুচিকিৎসক ফঁসিস ভ্যাকাম্যান বলেন– ’আমার মতে এই প্রজাতির ক্ষেত্রে এটিই প্রথম করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। বিশ্বে এই ভাইরাসটি গরিলা– ওরাংওটাং– শিম্পাজি এবং বিড়ালজাতীয় প্রাণীদের মধ্যে শনাক্ত হয়েছিল আগে।’ আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনএর তথ্য অনুযায়ী– বিশ্বে চিড়িয়াখানার– এমনকি পোষা প্রাণীও  করোনায় আক্রান্ত হয়েছে। গত মাসেও করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার নেব্রাস্কার একটি চিড়িয়াখানায় মৃত্যু হয় তিনটি বিরল প্রজাতির তুষার চিতাবাঘের।

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কঃ বছরের প্রথম দিন বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কের মধ্যেই রাজপথে উৎসবমুখী জনতা, পুবের কলম ডিজিটালের লেন্সবন্দি কোলাজ