০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আরামবাগে মুসলিম গার্লস হোস্টেলের উদ্বোধন

সামিমা এহসানা
  • আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার
  • / 67

নসিবুদ্দিন সরকার, হুগলি: সংখ্যালঘু মহিলাদের শিক্ষার উন্নয়নকে সামনে রেখে বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টায় আরামবাগে মুসলিম গার্লস হোস্টেলের শুভ উদ্বোধন হল। বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওই হোস্টেলের উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি জনাব মেহবুব রহমান। আরামবাগ শহরের প্রাণকেন্দ্র জুবলি পার্ক সংলগ্ন এলাকায় এক মনোরম পরিবেশে ওই মুসলিম হোস্টেলটি গড়ে উঠেছে। ওই হোস্টেলে প্রাথমিকভাবে ৫০ জন সংখ্যালঘু ছাত্রী থেকে লেখাপড়া করতে পারবে। প্রয়োজনে আসন সংখ্যা বাড়ানো হবে।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী ই বলেন, রাজ্য ওয়াকফ বোর্ডের উদ্যোগে ও হুগলি জেলা প্রশাসনের সহযোগিতায় এই হোস্টেলের নতুন করে পথ চলা শুরু হল। এই হোস্টেলে ৫০ জন সংখ্যালঘু ছাত্রীর থাকার খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। সংখ্যালঘু মহিলাদের উন্নয়ন এবং পড়াশোনা করার সব রকম সুযোগ-সুবিধা প্রদান করার এটা একটা মহৎ প্রয়াস। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক দপ্তর, মাদ্রাসা শিক্ষা দপ্তর, হুগলি জেলা প্রশাসন, ওয়াকফ বোর্ড ও জমি প্রদানকারীকে তিনি ধন্যবাদ জানান।তিনি আরও বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান সংখ্যালঘু মহিলাদের উন্নয়নে সহায়ক হবে।

আরও পড়ুন: মুসলিম তরুণীদের ধর্মান্তরিত করতে প্রলোভন দেওয়া হচ্ছে: মাদানি

হুগলি জেলা পরিষদের সভাধিপতি জনাব মেহবুব রহমান বলেন, যে জায়গার উপর ওই হোস্টেল গড়ে উঠল ওই জায়গা ওয়াকফ বোর্ডেরই ছিল। সেই জায়গার উপরে রাজ্য সংখ্যালঘু দপ্তরের অর্থনুকূল্যে হোস্টেলটি গড়ে উঠল। ৫০ টি আসন রয়েছে। হোস্টেলের অভ্যন্তরে অনেক জায়গা রয়েছে। প্রয়োজনে হোস্টেলকে আরও সম্প্রসারিত করা যাবে। আগামী দিনে ১০০ জন ছাত্রীও থাকার ব্যবস্থা করা যাবে। তিনি আরও বলেন, আরামবাগ শহরের বুকে একটি গার্লস কলেজ রয়েছে। সেখানে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরা পড়াশোনা করে। দূর দুরান্তরের ছাত্রীরা ওই হোস্টেলে নিরাপত্তার বেষ্টনীতে থেকে লেখাপড়া করায় বিশেষ সুবিধা হবে।

আরও পড়ুন: হিজাব বাতিল: ১৬ শতাংশ মুসলিম ছাত্রী কলেজছুট

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক পি দীপাপ্রিয়া, সাংসদ অপরুপা পোদ্দার, মহকুমা শাসক সুভাষিনী ই, মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল, আরামবাগ গার্লস কলেজের ছাত্রীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মুসলিম মেয়েদের নিশানার নয়া উপলক্ষ হবে হিজাব, আশঙ্কা মহিলা মানবধিকার কর্মীদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরামবাগে মুসলিম গার্লস হোস্টেলের উদ্বোধন

আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার

নসিবুদ্দিন সরকার, হুগলি: সংখ্যালঘু মহিলাদের শিক্ষার উন্নয়নকে সামনে রেখে বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টায় আরামবাগে মুসলিম গার্লস হোস্টেলের শুভ উদ্বোধন হল। বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওই হোস্টেলের উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি জনাব মেহবুব রহমান। আরামবাগ শহরের প্রাণকেন্দ্র জুবলি পার্ক সংলগ্ন এলাকায় এক মনোরম পরিবেশে ওই মুসলিম হোস্টেলটি গড়ে উঠেছে। ওই হোস্টেলে প্রাথমিকভাবে ৫০ জন সংখ্যালঘু ছাত্রী থেকে লেখাপড়া করতে পারবে। প্রয়োজনে আসন সংখ্যা বাড়ানো হবে।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী ই বলেন, রাজ্য ওয়াকফ বোর্ডের উদ্যোগে ও হুগলি জেলা প্রশাসনের সহযোগিতায় এই হোস্টেলের নতুন করে পথ চলা শুরু হল। এই হোস্টেলে ৫০ জন সংখ্যালঘু ছাত্রীর থাকার খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। সংখ্যালঘু মহিলাদের উন্নয়ন এবং পড়াশোনা করার সব রকম সুযোগ-সুবিধা প্রদান করার এটা একটা মহৎ প্রয়াস। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক দপ্তর, মাদ্রাসা শিক্ষা দপ্তর, হুগলি জেলা প্রশাসন, ওয়াকফ বোর্ড ও জমি প্রদানকারীকে তিনি ধন্যবাদ জানান।তিনি আরও বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান সংখ্যালঘু মহিলাদের উন্নয়নে সহায়ক হবে।

আরও পড়ুন: মুসলিম তরুণীদের ধর্মান্তরিত করতে প্রলোভন দেওয়া হচ্ছে: মাদানি

হুগলি জেলা পরিষদের সভাধিপতি জনাব মেহবুব রহমান বলেন, যে জায়গার উপর ওই হোস্টেল গড়ে উঠল ওই জায়গা ওয়াকফ বোর্ডেরই ছিল। সেই জায়গার উপরে রাজ্য সংখ্যালঘু দপ্তরের অর্থনুকূল্যে হোস্টেলটি গড়ে উঠল। ৫০ টি আসন রয়েছে। হোস্টেলের অভ্যন্তরে অনেক জায়গা রয়েছে। প্রয়োজনে হোস্টেলকে আরও সম্প্রসারিত করা যাবে। আগামী দিনে ১০০ জন ছাত্রীও থাকার ব্যবস্থা করা যাবে। তিনি আরও বলেন, আরামবাগ শহরের বুকে একটি গার্লস কলেজ রয়েছে। সেখানে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরা পড়াশোনা করে। দূর দুরান্তরের ছাত্রীরা ওই হোস্টেলে নিরাপত্তার বেষ্টনীতে থেকে লেখাপড়া করায় বিশেষ সুবিধা হবে।

আরও পড়ুন: হিজাব বাতিল: ১৬ শতাংশ মুসলিম ছাত্রী কলেজছুট

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক পি দীপাপ্রিয়া, সাংসদ অপরুপা পোদ্দার, মহকুমা শাসক সুভাষিনী ই, মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল, আরামবাগ গার্লস কলেজের ছাত্রীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মুসলিম মেয়েদের নিশানার নয়া উপলক্ষ হবে হিজাব, আশঙ্কা মহিলা মানবধিকার কর্মীদের