০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জয়নগরে শচীন ব্যানার্জী সুবোধ ব্যানার্জী অডিটোরিয়ামের উদ্বোধন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার
  • / 3

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বৃহস্পতিবার শহিদ দিবসে জয়নগরে উদ্বোধন হয়ে গেল নবনির্মিত শচীন ব্যানার্জী সুবোধ ব্যানার্জী ভবনের প্রথম পর্যায়ের। যেখানে থাকবে ১১০০ আসনের অডিটোরিয়াম, ৩০০ আসনের সেমিনার হল, লাইব্রেরি ইত্যাদি।এদিন এই নব নির্মিত ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন এস ইউ সি আই এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, সুজাতা ব্যানাজী সহ আরো অনেকে।

মার্কসবাদী দার্শনিক  শিবদাস ঘোষের  চিন্তাধারার আলোকে গরীব মেহনতী মানুষের অধিকার অর্জনের সংগ্রামকে যে দুই মহান বিপ্লবী নেতা দঃ২৪ পরগণার মাটির পরতে পরতে ছড়িয়ে দিয়েছেন তাঁদের নামে এই ভবন উদ্বোধন নিয়ে সারা জেলার পাশাপাশি বিশেষত জয়নগরবাসী যথেষ্টই গর্বিত।

এদিন এর উদ্বোধন করলেন মহান চিন্তানায়ক  শিবদাস ঘোষের আর এক সুযোগ্য ছাত্র SUCI (C) দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। ভবনের মূল গেটের পাশেই তৈরি হয়েছে বিশ্বজুড়ে গড়ে ওঠা আন্দোলনের সংগ্রামী শহীদদের স্মরণ করে সূউচ্চ স্মারক বেদী। প্রথমেই পতাকা উত্তোলন ও স্মারক বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন  প্রভাস ঘোষ। এরপরেই নেতৃবৃন্দ মাল্যদান করেন।

জয়নগরে শচীন ব্যানার্জী সুবোধ ব্যানার্জী অডিটোরিয়ামের উদ্বোধন

একই সাথে মূল মঞ্চে মহান নেতা  শিবদাস ঘোষ, শচীন ব্যানার্জি ও সুবোধ ব্যানার্জির ছবিতে মাল্যদান করা হয়। এর পরেই সর্বহারার মহান নেতা  শিবদাস ঘোষ এর ওপর রচিত সংগীত পরিবেশিত হয়। সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি আবেদন পাঠ করে শোনান ট্রাস্টি বোর্ডের সভাপতি সুজাতা ব্যানার্জি। তারপরেই পিসিএ সংগীত গোষ্ঠীর পক্ষ থেকে শচীন ব্যানার্জি ও সুবোধ ব্যানার্জীর ওপর রচিত সংগীত সহ আরো কয়েকটি সংগীত পরিবেশিত হয়। এরপর ফলকের আবরণ সরিয়ে ভবনের প্রাথমিক পর্যায়ের উদ্বোধন করেন  প্রভাস ঘোষ। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে একটি বিশেষ স্মারক সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের হাতে তুলে দেন সভাপতি সুজাতা ব্যানার্জি। কিশোর বাহিনী কমসোমল তাদের বিপ্লবী অভিবাদন জানায় গার্ড অফ অনার এর মাধ্যমে।

এরপর এই জেলায় স্বাধীনতা আন্দোলনে এবং কৃষক ক্ষেতমজুরসহ গরীব মানুষের লড়াই গড়ে তুলতে শচীন ব্যানার্জী ও সুবোধ ব্যানার্জীর জীবন সংগ্রাম ও তার থেকে শিক্ষনীয় দিক নিয়ে আলোচনা করেন প্রভাস ঘোষ।তাঁদের জীবন সংগ্রামের নানা দিক ও এই ভবনের সমাজ অভ্যন্তরে  কার্যকারিতা নিয়ে আলোচনা ও আহ্বান রাখেন  প্রভাস ঘোষ যা উপস্থিত সকলের মনে বিশেষ প্রভাব ফেলে। সবশেষে শিবদাস ঘোষের রেকর্ড করা  ভাষনের একটি অংশ উপস্থিত জনতাকে শোনানো হয় ও আন্তর্জাতিক সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।বহু দূর দূরান্তের মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।-

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়নগরে শচীন ব্যানার্জী সুবোধ ব্যানার্জী অডিটোরিয়ামের উদ্বোধন

আপডেট : ৩১ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বৃহস্পতিবার শহিদ দিবসে জয়নগরে উদ্বোধন হয়ে গেল নবনির্মিত শচীন ব্যানার্জী সুবোধ ব্যানার্জী ভবনের প্রথম পর্যায়ের। যেখানে থাকবে ১১০০ আসনের অডিটোরিয়াম, ৩০০ আসনের সেমিনার হল, লাইব্রেরি ইত্যাদি।এদিন এই নব নির্মিত ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন এস ইউ সি আই এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, সুজাতা ব্যানাজী সহ আরো অনেকে।

মার্কসবাদী দার্শনিক  শিবদাস ঘোষের  চিন্তাধারার আলোকে গরীব মেহনতী মানুষের অধিকার অর্জনের সংগ্রামকে যে দুই মহান বিপ্লবী নেতা দঃ২৪ পরগণার মাটির পরতে পরতে ছড়িয়ে দিয়েছেন তাঁদের নামে এই ভবন উদ্বোধন নিয়ে সারা জেলার পাশাপাশি বিশেষত জয়নগরবাসী যথেষ্টই গর্বিত।

এদিন এর উদ্বোধন করলেন মহান চিন্তানায়ক  শিবদাস ঘোষের আর এক সুযোগ্য ছাত্র SUCI (C) দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। ভবনের মূল গেটের পাশেই তৈরি হয়েছে বিশ্বজুড়ে গড়ে ওঠা আন্দোলনের সংগ্রামী শহীদদের স্মরণ করে সূউচ্চ স্মারক বেদী। প্রথমেই পতাকা উত্তোলন ও স্মারক বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন  প্রভাস ঘোষ। এরপরেই নেতৃবৃন্দ মাল্যদান করেন।

জয়নগরে শচীন ব্যানার্জী সুবোধ ব্যানার্জী অডিটোরিয়ামের উদ্বোধন

একই সাথে মূল মঞ্চে মহান নেতা  শিবদাস ঘোষ, শচীন ব্যানার্জি ও সুবোধ ব্যানার্জির ছবিতে মাল্যদান করা হয়। এর পরেই সর্বহারার মহান নেতা  শিবদাস ঘোষ এর ওপর রচিত সংগীত পরিবেশিত হয়। সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি আবেদন পাঠ করে শোনান ট্রাস্টি বোর্ডের সভাপতি সুজাতা ব্যানার্জি। তারপরেই পিসিএ সংগীত গোষ্ঠীর পক্ষ থেকে শচীন ব্যানার্জি ও সুবোধ ব্যানার্জীর ওপর রচিত সংগীত সহ আরো কয়েকটি সংগীত পরিবেশিত হয়। এরপর ফলকের আবরণ সরিয়ে ভবনের প্রাথমিক পর্যায়ের উদ্বোধন করেন  প্রভাস ঘোষ। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে একটি বিশেষ স্মারক সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের হাতে তুলে দেন সভাপতি সুজাতা ব্যানার্জি। কিশোর বাহিনী কমসোমল তাদের বিপ্লবী অভিবাদন জানায় গার্ড অফ অনার এর মাধ্যমে।

এরপর এই জেলায় স্বাধীনতা আন্দোলনে এবং কৃষক ক্ষেতমজুরসহ গরীব মানুষের লড়াই গড়ে তুলতে শচীন ব্যানার্জী ও সুবোধ ব্যানার্জীর জীবন সংগ্রাম ও তার থেকে শিক্ষনীয় দিক নিয়ে আলোচনা করেন প্রভাস ঘোষ।তাঁদের জীবন সংগ্রামের নানা দিক ও এই ভবনের সমাজ অভ্যন্তরে  কার্যকারিতা নিয়ে আলোচনা ও আহ্বান রাখেন  প্রভাস ঘোষ যা উপস্থিত সকলের মনে বিশেষ প্রভাব ফেলে। সবশেষে শিবদাস ঘোষের রেকর্ড করা  ভাষনের একটি অংশ উপস্থিত জনতাকে শোনানো হয় ও আন্তর্জাতিক সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।বহু দূর দূরান্তের মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।-