রাহুল গান্ধির অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বললো নির্বাচন কমিশন
- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 241
পুবের কলম,ওয়েবডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ সরাসরি উড়িয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, রাহুল গান্ধির বক্তব্য ‘ভুল এবং ভিত্তিহীন’। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়, অনলাইনে কারও পক্ষে ভোটারের নাম বাদ দেওয়া সম্ভব নয়। তাছাড়া, কারও নাম তালিকা থেকে বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়। ফলে ভোটারদের অজ্ঞাতে নাম বাদ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অসত্য।
এর আগে রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন, কর্নাটকের অলন্দ কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি ছিল, অন্তত ৬০১৮ জন ভোটারের নাম ওই কেন্দ্রে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এছাড়া, মহারাষ্ট্র ও হরিয়ানাতেও একই ধরনের কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ফের ভোট কারচুপির অভিযোগ, রাহুলের নিশানা সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের দিকে
রাহুলের অভিযোগের পরপরই নির্বাচন কমিশন জানায়, ২০২৩ সালের কর্নাটক বিধানসভা ভোটের সময় অলন্দ কেন্দ্রে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখন একটি এফআইআর দায়ের করে তদন্তও শুরু হয়েছিল। তবে বর্তমান অভিযোগের সঙ্গে কমিশন কোনও ভিত্তি খুঁজে পায়নি।

















































