স্বাধীনতা দিবসের ছুটি, কমছে মেট্রো পরিষেবা

- আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: কাল সোমবার স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে দেশের সর্বত্রই সরকারি ছুটি। তাই বদলে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবা। অন্যান্য দিনের তুলনায় ১৫ আগস্ট কমসংখ্যক মেট্রো চালানো হবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮৮টি মেট্রো চলবে। অন্যান্য কাজের দিনে এই শাখায় ২৮৮টি মেট্রো চলাচল করে। স্বাধীনতা দিবসে ট্রেনের সংখ্যা কমলেও, প্রথম ও শেষ মেট্রো একই সময় পাবেন যাত্রীরা। যেহেতু ট্রেনের সংখ্যা কমবে ফলে একটি ট্রেন মিস হলে পরের ট্রেনের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো চলাচল শুরু হবে সকাল ৭টায়। অন্যদিকে আবার দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশে রাত ৯টা ৪০ মিনিটে রওনা দেবে শেষ মেট্রোটি। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২৮মিনিটে। একইভাবে আগের মতো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।
সদ্য চালু হওয়া শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ শাখাতেও ৭৫তম স্বাধীনতা দিবসে মেট্রোর সংখ্যা কমবে। যেখানে আপ-ডাউন মিলিয়ে দিনে ১০০টি মেট্রো চলে, সেখানে তা কমে ৯০টি করা হয়েছে। দমদম থেকে কবি সুভাষ রুটের মতো এই শাখাতেও প্রথম ও শেষ ট্রেন ছাড়ার সময়সূচি একই থাকবে। অর্থাৎ সকাল ৬.৫৫ মিনিটে সেক্টর ফাইভের জন্য শিয়ালদহ থেকে মোট্রো ছাড়বে, আর সেক্টর ফাইভ শিয়ালদহের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।
অন্যদিকে, শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রোর ছাড়ার সময় যথাক্রমে ৯টা ৩৫ এবং ৯.৪০ মিনিটে।