০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যায় ভারত বিশ্বের শীর্ষে, সংসদে জানালেন গড়করি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্কঃ :সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যার দিক থেকে ভারত বিশ্বের শীর্ষে রয়েছে।সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন।

গড়করি আরও জানান বিশ্ব সড়ক দুর্ঘটনা  (WRS) ২০১৮ র পরিসংখ্যান অনুযায়ী  পথ দুর্ঘটনার সংখ্যা অনুসারে ভারত ৩ নম্বরে রয়েছে।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

এখানেই শেষ নয় আঠেরো থেকে পয়তাল্লিশ বছরের বয়সীদের মধ্যে সড়ক দুর্ঘটনায়  মৃত্যুর পরিসংখ্যান হল ৬৯.৮০%। গড়করি সংসদে এই পরিসংখ্যান তুলে ধরেছেন।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

একটি পৃথক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন , ১৬৩,৩৫০ কোটি   টাকা ব্যয়ে মোট ২২টি গ্রিনফিল্ড হাইওয়ে, ২৪৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৫টি  এক্সপ্রেসওয়ে এবং ১,৯২,৮৭৬ কোটি টাকা ব্যয়ের  ৫৮১৬ কিলোমিটার দৈর্ঘ্যের   হাইওয়ে নির্মানের পরিকল্পনা রুপায়নের পথে।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের তিনটি বিভাগ যেমন দিল্লি দৌসা – লালসোট (জয়পুর) (২১৪ কিমি),  ভাদোদরা অঙ্কেলশ্বর (১০০ কিমি) এবং কোটা  রতলাম ঝাবুয়া (২৪৫ কিমি)  এক্সপ্রেস হাইওয়ে ২০২৩ সালের ২৩ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

৩০ শে মার্চ, ২০২২  পর্যন্ত, বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে রেজিস্ট্রিকৃত ফাস্টট্যাগের সংখ্যা  ছিল ৪,৯৫,২০,৯৪৯ এবং  ন্যাশানাল হাইওয়ের ফি প্লাজাগুলিতে  রেজিস্ট্রিকৃত ফাস্টট্যাগ ৯৬.৫  শতাংশ, জানান গড়করি।

তবে গড়করি এই পরিস্ংখ্যান তুলে ধরলেও গড়করির  পরিসংখ্যানের  হিসাবেই তাঁকে বিধেছেন বিরোধীদলের সাংসদরা।

তাঁদের কথায় সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রী যখন দেশের সড়ক উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরছেন তখনই সামনে আসছে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর নিরীখে ভারত  সবার আগে। ফলে দেশের সড়ক ব্যবস্থার বেহাল অবস্থা দিনের আলোর মতই পরিস্কার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যায় ভারত বিশ্বের শীর্ষে, সংসদে জানালেন গড়করি

আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ :সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যার দিক থেকে ভারত বিশ্বের শীর্ষে রয়েছে।সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন।

গড়করি আরও জানান বিশ্ব সড়ক দুর্ঘটনা  (WRS) ২০১৮ র পরিসংখ্যান অনুযায়ী  পথ দুর্ঘটনার সংখ্যা অনুসারে ভারত ৩ নম্বরে রয়েছে।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

এখানেই শেষ নয় আঠেরো থেকে পয়তাল্লিশ বছরের বয়সীদের মধ্যে সড়ক দুর্ঘটনায়  মৃত্যুর পরিসংখ্যান হল ৬৯.৮০%। গড়করি সংসদে এই পরিসংখ্যান তুলে ধরেছেন।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

একটি পৃথক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন , ১৬৩,৩৫০ কোটি   টাকা ব্যয়ে মোট ২২টি গ্রিনফিল্ড হাইওয়ে, ২৪৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৫টি  এক্সপ্রেসওয়ে এবং ১,৯২,৮৭৬ কোটি টাকা ব্যয়ের  ৫৮১৬ কিলোমিটার দৈর্ঘ্যের   হাইওয়ে নির্মানের পরিকল্পনা রুপায়নের পথে।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের তিনটি বিভাগ যেমন দিল্লি দৌসা – লালসোট (জয়পুর) (২১৪ কিমি),  ভাদোদরা অঙ্কেলশ্বর (১০০ কিমি) এবং কোটা  রতলাম ঝাবুয়া (২৪৫ কিমি)  এক্সপ্রেস হাইওয়ে ২০২৩ সালের ২৩ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

৩০ শে মার্চ, ২০২২  পর্যন্ত, বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে রেজিস্ট্রিকৃত ফাস্টট্যাগের সংখ্যা  ছিল ৪,৯৫,২০,৯৪৯ এবং  ন্যাশানাল হাইওয়ের ফি প্লাজাগুলিতে  রেজিস্ট্রিকৃত ফাস্টট্যাগ ৯৬.৫  শতাংশ, জানান গড়করি।

তবে গড়করি এই পরিস্ংখ্যান তুলে ধরলেও গড়করির  পরিসংখ্যানের  হিসাবেই তাঁকে বিধেছেন বিরোধীদলের সাংসদরা।

তাঁদের কথায় সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রী যখন দেশের সড়ক উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরছেন তখনই সামনে আসছে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর নিরীখে ভারত  সবার আগে। ফলে দেশের সড়ক ব্যবস্থার বেহাল অবস্থা দিনের আলোর মতই পরিস্কার।