০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুখ ফস্কে ‘বেটি পটাও’ বলে বিড়ম্বনায় মোদি, সোশ্যাল সাইটে মিমের বন্যা

পুবের কলম ওয়েবডেস্ক : টেলি প্রম্পটার বিভ্রাটের পর উচ্চারণ বিভ্রাটে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতা দিতে গিয়ে ‘বেটি পড়াও’ বলতে গিয়ে তিনি বলছেন ‘বেটি পটাও’। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, টুইটারে মোদিকে নিয়ে ছড়িয়ে পড়ে কটাক্ষ ও মিমের বন্যা।কয়েকদিন আগেই এক আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে টেলিপ্রম্পটার বিভ্রান্তিতে নাজেহাল হয়েছিলেন মোদি। এ বার তারই স্বপ্নের প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ হয়ে গেল ‘বেটি পটাও’!

বৃহস্পতিবার ব্রহ্ম কুমারী আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন মোদি। সেখানে ‘বেটি পড়াও’ বলতে গিয়ে মুখ ফস্কে মোদি ‘বেটি পটাও’ বলেছেন!মিমগুলির মধ্যে বেশ কয়েকটিতে মোদির টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দেয়াকেও কটাক্ষ করা হয়। এক জন লেখেন, ‘বেটি বাঁচাও, বেটি পটাও এখন বিজেপি-র স্লোগান। ওই দলটির থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না।’ আর এক জন ওই বক্তব্যের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীর একটি ছবি জুড়ে লিখেছেন, ‘আমার জন্য পাত্রী দেখুন।’

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

এই মিমগুলির মধ্যে বেশ কয়েকটিতে তাঁর টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দেওয়াকেও কটাক্ষ করা হয়। এক জন লেখেন, ‘বেটি বচাও, বেটি পটাও এখন বিজেপি-র স্লোগান। ওই দলটির থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না।’ আর এক জন ওই বক্তব্যের সঙ্গে রাহুল গাঁধীর একটি ছবি জুড়ে লিখেছেন, ‘আমার জন্য পাত্রী দেখুন।’

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

https://twitter.com/KingOfPunjabG/status/1484127947498082306?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1484127947498082306%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fbeti-banchao-beto-patao-pm-modis-slip-of-tongue-on-beti-slogan-lands-tweeple-with-tummy-ache-dgtl%2Fcid%2F1324754

আরও পড়ুন: গাজা শান্তি-চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি

 

 

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ ফস্কে ‘বেটি পটাও’ বলে বিড়ম্বনায় মোদি, সোশ্যাল সাইটে মিমের বন্যা

আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : টেলি প্রম্পটার বিভ্রাটের পর উচ্চারণ বিভ্রাটে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতা দিতে গিয়ে ‘বেটি পড়াও’ বলতে গিয়ে তিনি বলছেন ‘বেটি পটাও’। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, টুইটারে মোদিকে নিয়ে ছড়িয়ে পড়ে কটাক্ষ ও মিমের বন্যা।কয়েকদিন আগেই এক আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে টেলিপ্রম্পটার বিভ্রান্তিতে নাজেহাল হয়েছিলেন মোদি। এ বার তারই স্বপ্নের প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ হয়ে গেল ‘বেটি পটাও’!

বৃহস্পতিবার ব্রহ্ম কুমারী আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন মোদি। সেখানে ‘বেটি পড়াও’ বলতে গিয়ে মুখ ফস্কে মোদি ‘বেটি পটাও’ বলেছেন!মিমগুলির মধ্যে বেশ কয়েকটিতে মোদির টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দেয়াকেও কটাক্ষ করা হয়। এক জন লেখেন, ‘বেটি বাঁচাও, বেটি পটাও এখন বিজেপি-র স্লোগান। ওই দলটির থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না।’ আর এক জন ওই বক্তব্যের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীর একটি ছবি জুড়ে লিখেছেন, ‘আমার জন্য পাত্রী দেখুন।’

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

এই মিমগুলির মধ্যে বেশ কয়েকটিতে তাঁর টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দেওয়াকেও কটাক্ষ করা হয়। এক জন লেখেন, ‘বেটি বচাও, বেটি পটাও এখন বিজেপি-র স্লোগান। ওই দলটির থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না।’ আর এক জন ওই বক্তব্যের সঙ্গে রাহুল গাঁধীর একটি ছবি জুড়ে লিখেছেন, ‘আমার জন্য পাত্রী দেখুন।’

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

https://twitter.com/KingOfPunjabG/status/1484127947498082306?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1484127947498082306%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fbeti-banchao-beto-patao-pm-modis-slip-of-tongue-on-beti-slogan-lands-tweeple-with-tummy-ache-dgtl%2Fcid%2F1324754

আরও পড়ুন: গাজা শান্তি-চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি