১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের জনসংখ্যা ১৪৬ কোটি ছাড়িয়েছে, কমেছে জন্মহার 

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের জনসংখ্যা ১৪৬ কোটি ছাড়িয়ে গেল। রাষ্ট্রসংঘের স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন (২০২৫) রিপোর্টে এই তথ্য জানা যাচ্ছে। অবশ্য ভারত সরকারের তরফে ফের জনগণনার তোড়জোড় চলছে। তার ফল জানতে হলে আরও বছর দুয়েক অপেক্ষা করতে হবে।

রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, ভারত এখন জনসংখ্যার প্রেক্ষিতে বিশ্বের এক নম্বর দেশ হলেও দেশে জন্মহার কমছে। কমে একজন মহিলা প্রতি জন্মহার দাঁড়িয়েছে ১.৯ টি সন্তান। অর্থাৎ একজন ভারতীয় মহিলা গড়ে ২ জনের জন্মদায়িনী, তা বলা যাবে না।

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

তবে সামগ্রিক ভাবে জন্মহার কমলেও ভারতের তরুণ প্রজন্মের সংখ্যা যথাযথই রয়েছে। দেশের জনসংখ্যার ২৪ শতাংশ ১৪ বছরের মধ্যে। ১৭ শতাংশের বয়স ১০ থেকে ১৯ এর মধ্যে। আর ১০ থেকে ২৪ বছরের হল ২৬ শতাংশ। দেশের ৬৮ শতাংশ মানুষ ১৫ থেকে ৬৪ বছর বয়সের। অর্থাৎ এরা কাজকর্মের মধ্যে রয়েছে। দেশের জনসংখ্যার ৭ শতাংশ প্রবীণ। এঁদের বয়স ৬৫-র বেশি।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

২০২৫ সালে ভারতীয় পুরুষদের গড় আয়ু ৭১ বছর এবং মহিলাদের গড় আয়ু ৭৪ বছর। রিপোর্টে বলা হয়েছে, ভারতীয়দের গড় আয়ু আরও বাড়বে আগামী দিনে। বর্তমানে ভারতের প্রকৃত জনসংখ্যা ১৪৬ কোটি ৩৯ লক্ষ। অর্থাৎ ১৪৬ কোটির বেশি।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

১৯৬০ সালে ভারতের জনসংখ্যা যখন ৪৩ কোটি ৬০ লক্ষ ছিল তখন গড়ে একজন মহিলা ৬ সন্তানের মা ছিলেন। তখন মেয়েদের সন্তান নেওয়ার ব্যাপারে কোনও কথা আমল পেত না, এখন অনেকটাই পায়। এখন মেয়েদের ৪ জনে ১ জন অন্তত গর্ভনিরোধক ব্যবহার করেন, মেয়েদের প্রতি ২ জনে ১ জন প্রাথমিক স্কুলে অন্তত যান। আগামী দিনে এই সংখ্যা অনেক বাড়বে। রাষ্ট্রসংঘের এই রিপোর্ট বলছে, আগামী ৭৯ বছরে ভারতের জনসংখ্যা এখনকার দ্বিগুণ হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের জনসংখ্যা ১৪৬ কোটি ছাড়িয়েছে, কমেছে জন্মহার 

আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের জনসংখ্যা ১৪৬ কোটি ছাড়িয়ে গেল। রাষ্ট্রসংঘের স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন (২০২৫) রিপোর্টে এই তথ্য জানা যাচ্ছে। অবশ্য ভারত সরকারের তরফে ফের জনগণনার তোড়জোড় চলছে। তার ফল জানতে হলে আরও বছর দুয়েক অপেক্ষা করতে হবে।

রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, ভারত এখন জনসংখ্যার প্রেক্ষিতে বিশ্বের এক নম্বর দেশ হলেও দেশে জন্মহার কমছে। কমে একজন মহিলা প্রতি জন্মহার দাঁড়িয়েছে ১.৯ টি সন্তান। অর্থাৎ একজন ভারতীয় মহিলা গড়ে ২ জনের জন্মদায়িনী, তা বলা যাবে না।

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

তবে সামগ্রিক ভাবে জন্মহার কমলেও ভারতের তরুণ প্রজন্মের সংখ্যা যথাযথই রয়েছে। দেশের জনসংখ্যার ২৪ শতাংশ ১৪ বছরের মধ্যে। ১৭ শতাংশের বয়স ১০ থেকে ১৯ এর মধ্যে। আর ১০ থেকে ২৪ বছরের হল ২৬ শতাংশ। দেশের ৬৮ শতাংশ মানুষ ১৫ থেকে ৬৪ বছর বয়সের। অর্থাৎ এরা কাজকর্মের মধ্যে রয়েছে। দেশের জনসংখ্যার ৭ শতাংশ প্রবীণ। এঁদের বয়স ৬৫-র বেশি।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

২০২৫ সালে ভারতীয় পুরুষদের গড় আয়ু ৭১ বছর এবং মহিলাদের গড় আয়ু ৭৪ বছর। রিপোর্টে বলা হয়েছে, ভারতীয়দের গড় আয়ু আরও বাড়বে আগামী দিনে। বর্তমানে ভারতের প্রকৃত জনসংখ্যা ১৪৬ কোটি ৩৯ লক্ষ। অর্থাৎ ১৪৬ কোটির বেশি।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

১৯৬০ সালে ভারতের জনসংখ্যা যখন ৪৩ কোটি ৬০ লক্ষ ছিল তখন গড়ে একজন মহিলা ৬ সন্তানের মা ছিলেন। তখন মেয়েদের সন্তান নেওয়ার ব্যাপারে কোনও কথা আমল পেত না, এখন অনেকটাই পায়। এখন মেয়েদের ৪ জনে ১ জন অন্তত গর্ভনিরোধক ব্যবহার করেন, মেয়েদের প্রতি ২ জনে ১ জন প্রাথমিক স্কুলে অন্তত যান। আগামী দিনে এই সংখ্যা অনেক বাড়বে। রাষ্ট্রসংঘের এই রিপোর্ট বলছে, আগামী ৭৯ বছরে ভারতের জনসংখ্যা এখনকার দ্বিগুণ হবে।