১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পরমাণু সংঘাতে অর্ধেক বিশ্ব দখল করার হুমকি আসিম মুনিরের, নিন্দায় দিল্লি

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 30

পুবের কলম,ওয়েবডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ফের সিন্ধু নদীচুক্তি নিয়ে ভারত সরকারের সমালোচনা করায় কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র বলেছেন, হাতে পরমাণু অস্ত্র রয়েছে, অথচ পৃথিবীর মধ্যে এই দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। আর এই পরমাণু অস্ত্র পাকিস্তানের সরকার বহির্ভূত জঙ্গিদের হাতে গেলে প্রকৃত বিপদ দেখা দেবে। আমেরিকা পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি সহানুভূতি দেখালেই ওদের আসল চরিত্র প্রকাশ হয়ে পড়ে।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছেন, পাকিস্তান কখনও অস্তিত্বের সঙ্কটে পড়লে গোটা উপমহাদেশে পরমাণু যুদ্ধ শুরু করে অর্ধেক পৃথিবী দখল করে নেবে। সিন্ধু নদীর জল না পেলে ভারতের বাঁধ ধ্বংসের ডাক দিয়েছেন মুনির । আমেরিকার ফ্লোরিডার টাম্পায় পাকিস্তান বংশোদ্ভূত লোকজনের এক অনুষ্ঠানে মুনির এইসব কথা বলেছেন।

আরও পড়ুন: ‘অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবো’, হুঁশিয়ারি আসিম মুনিরের

তিনি বলেছেন, ভারত কবে সিন্ধুনদের কাছে বাঁধ নির্মাণ করে সেই অপেক্ষায় রয়েছি আমরা। বাঁধ তৈরি হয়ে গেলে ১০টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। হামে মিসাইলোঁ কি কামি নাহি হ্যায়।

আরও পড়ুন: পহেলগামে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাঁচ যুদ্ধবিমান ধ্বংস করল ভারত

( আমাদের ক্ষেপণাস্ত্র এর ঘাটতি পড়েনি)। কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের প্রধান শিরা। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এটি এক অসম্পূর্ণ আন্তর্জাতিক কর্মসূচি। জিন্নাহ বলেছিলেন যে, কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের প্রধান শিরা। মুনির ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে বলেন, পাকিস্তান ওঁর প্রতি কৃতজ্ঞ। কারণ তাঁর কৌশলী নেতৃত্বই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছে।

আরও পড়ুন: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস: সেমিফাইনালেও খেললো না ভারত, ফাইনালে পাকিস্তান

 

আরও অনেক যুদ্ধ বন্ধ করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। মুনীরের হুমকি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানিকেও উদ্দেশ্য করে বলে মনে করা হচ্ছে। কারণ ওই যে অর্ধেক পৃথিবী দখল করে নেবে বলে হুমকি দিয়েছেন মুনির তাতে আম্বানির সাম্রাজ্যও পড়ছে। ভারতের মুখপাত্র বলেছেন, এর থেকেই বোঝা যায় পাকিস্তানে গণতন্ত্র বলে কিছু নেই। সামরিক বাহিনীই সব নিয়ন্ত্রণ করে। নয়তো বারবার সেনাপ্রধান কেন কথা বলছেন? ভারত বলেছে, কোনও বিদেশি বস্তু কী করে পাকিস্তানের ঘাড়ের প্রধান শিরা হয়? জম্মু-কাশ্মীর ভারতের এক কেন্দ্রশাসিত অঞ্চল।

এর সঙ্গে পাকিস্তানের একটাই সম্পর্ক থাকতে পারে। তা হল, জম্মু-কাশ্মীর এর একটি অংশ পাকিস্তান জোর করে দখল করে রয়েছে। আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, পাকিস্তানের সরকার বহির্ভূত কারিগরদের হাতে পরমাণু অস্ত্র চলে গেলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের উচিত পাকিস্তানের পরমাণু অস্ত্র এর নজরদারি করা। তবে পাকিস্তান যতই পরমাণু অস্ত্রের ভয় দেখাক, ভারত পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীদের নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।

পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের নজরদারি ছাড়া রাখা ঠিক হবে কিনা তা বিশ্বকে ভাবতে ফের অনুরোধ করেছে ভারত সরকার। মুনির দেড় মাসের ব্যবধানে দ্বিতীয় বার আমেরিকায় গিয়েছেন। তিনি আমেরিকার সামরিক বাহিনীর প্রধানের সঙ্গেও কথা বলেছেন বলে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরমাণু সংঘাতে অর্ধেক বিশ্ব দখল করার হুমকি আসিম মুনিরের, নিন্দায় দিল্লি

আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ফের সিন্ধু নদীচুক্তি নিয়ে ভারত সরকারের সমালোচনা করায় কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র বলেছেন, হাতে পরমাণু অস্ত্র রয়েছে, অথচ পৃথিবীর মধ্যে এই দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। আর এই পরমাণু অস্ত্র পাকিস্তানের সরকার বহির্ভূত জঙ্গিদের হাতে গেলে প্রকৃত বিপদ দেখা দেবে। আমেরিকা পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি সহানুভূতি দেখালেই ওদের আসল চরিত্র প্রকাশ হয়ে পড়ে।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছেন, পাকিস্তান কখনও অস্তিত্বের সঙ্কটে পড়লে গোটা উপমহাদেশে পরমাণু যুদ্ধ শুরু করে অর্ধেক পৃথিবী দখল করে নেবে। সিন্ধু নদীর জল না পেলে ভারতের বাঁধ ধ্বংসের ডাক দিয়েছেন মুনির । আমেরিকার ফ্লোরিডার টাম্পায় পাকিস্তান বংশোদ্ভূত লোকজনের এক অনুষ্ঠানে মুনির এইসব কথা বলেছেন।

আরও পড়ুন: ‘অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবো’, হুঁশিয়ারি আসিম মুনিরের

তিনি বলেছেন, ভারত কবে সিন্ধুনদের কাছে বাঁধ নির্মাণ করে সেই অপেক্ষায় রয়েছি আমরা। বাঁধ তৈরি হয়ে গেলে ১০টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। হামে মিসাইলোঁ কি কামি নাহি হ্যায়।

আরও পড়ুন: পহেলগামে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাঁচ যুদ্ধবিমান ধ্বংস করল ভারত

( আমাদের ক্ষেপণাস্ত্র এর ঘাটতি পড়েনি)। কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের প্রধান শিরা। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এটি এক অসম্পূর্ণ আন্তর্জাতিক কর্মসূচি। জিন্নাহ বলেছিলেন যে, কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের প্রধান শিরা। মুনির ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে বলেন, পাকিস্তান ওঁর প্রতি কৃতজ্ঞ। কারণ তাঁর কৌশলী নেতৃত্বই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছে।

আরও পড়ুন: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস: সেমিফাইনালেও খেললো না ভারত, ফাইনালে পাকিস্তান

 

আরও অনেক যুদ্ধ বন্ধ করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। মুনীরের হুমকি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানিকেও উদ্দেশ্য করে বলে মনে করা হচ্ছে। কারণ ওই যে অর্ধেক পৃথিবী দখল করে নেবে বলে হুমকি দিয়েছেন মুনির তাতে আম্বানির সাম্রাজ্যও পড়ছে। ভারতের মুখপাত্র বলেছেন, এর থেকেই বোঝা যায় পাকিস্তানে গণতন্ত্র বলে কিছু নেই। সামরিক বাহিনীই সব নিয়ন্ত্রণ করে। নয়তো বারবার সেনাপ্রধান কেন কথা বলছেন? ভারত বলেছে, কোনও বিদেশি বস্তু কী করে পাকিস্তানের ঘাড়ের প্রধান শিরা হয়? জম্মু-কাশ্মীর ভারতের এক কেন্দ্রশাসিত অঞ্চল।

এর সঙ্গে পাকিস্তানের একটাই সম্পর্ক থাকতে পারে। তা হল, জম্মু-কাশ্মীর এর একটি অংশ পাকিস্তান জোর করে দখল করে রয়েছে। আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, পাকিস্তানের সরকার বহির্ভূত কারিগরদের হাতে পরমাণু অস্ত্র চলে গেলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের উচিত পাকিস্তানের পরমাণু অস্ত্র এর নজরদারি করা। তবে পাকিস্তান যতই পরমাণু অস্ত্রের ভয় দেখাক, ভারত পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীদের নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।

পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের নজরদারি ছাড়া রাখা ঠিক হবে কিনা তা বিশ্বকে ভাবতে ফের অনুরোধ করেছে ভারত সরকার। মুনির দেড় মাসের ব্যবধানে দ্বিতীয় বার আমেরিকায় গিয়েছেন। তিনি আমেরিকার সামরিক বাহিনীর প্রধানের সঙ্গেও কথা বলেছেন বলে খবর।