২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহিলাদের টি-২০ বিশ্বকাপ, ১৪ জুন ভারতের মুখোমুখি পাকিস্তান

পুবের কলম ওয়েবডেস্ক: আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপের আসর। ১২ দলের এই প্রতিযোগিতা শুরু হবে ১২ জুন। ফাইনাল ৫ জুলাই। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

১২টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হচ্ছে। ইতিমধ্যেই ৮টি দল মূল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে । ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তাদের সঙ্গে গ্রুপ ‘এ’-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া দু’টি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

পহেলগাঁও কান্ডের পরে আইসিসির কাছে বিসিসিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল, যাতে কোনও প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। এর ফলে কোনও দল যদি গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় তা হলে দুটি দলের মধ্যে সাক্ষাৎ হবে না। তবে সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়ে আইসিসি মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে। ক্রিকেট ভক্তরা অবশ্য এই হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য সবসময়ই আগ্রহী থাকে।

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

 

আরও পড়ুন: পাকিস্তানকে তুলোধনা করল ইসরাইল

অন্যদিকে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া দু’টি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। প্রসঙ্গত, গতবার নিউজিল্যান্ড মহিলাদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

নিজেদের প্রথম ম্যাচেই ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাচটি হবে ১৪ জুন, এজবাস্টনে। ২৪ দিনের এই প্রতিযোগিতায় মোট ম্যাচ হবে ৩৩টি। খেলাগুলি হবে লর্ডস, এজবাস্টন, হ্যাম্পশায়ার, হেডিংলে, ওল্ড ট্র্যাফোর্ড, ওভাল এবং ব্রিস্টলে।

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি

১৪ জুন: ভারত বনাম পাকিস্তান

১৭ জুন: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (১)

২১ জুন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

২৫ জুন: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (২)

২৮ জুন: ভারত বনাম অস্ট্রেলিয়া।

সর্বধিক পাঠিত

চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহিলাদের টি-২০ বিশ্বকাপ, ১৪ জুন ভারতের মুখোমুখি পাকিস্তান

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপের আসর। ১২ দলের এই প্রতিযোগিতা শুরু হবে ১২ জুন। ফাইনাল ৫ জুলাই। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

১২টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হচ্ছে। ইতিমধ্যেই ৮টি দল মূল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে । ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তাদের সঙ্গে গ্রুপ ‘এ’-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া দু’টি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

পহেলগাঁও কান্ডের পরে আইসিসির কাছে বিসিসিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল, যাতে কোনও প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। এর ফলে কোনও দল যদি গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় তা হলে দুটি দলের মধ্যে সাক্ষাৎ হবে না। তবে সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়ে আইসিসি মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে। ক্রিকেট ভক্তরা অবশ্য এই হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য সবসময়ই আগ্রহী থাকে।

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

 

আরও পড়ুন: পাকিস্তানকে তুলোধনা করল ইসরাইল

অন্যদিকে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া দু’টি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। প্রসঙ্গত, গতবার নিউজিল্যান্ড মহিলাদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

নিজেদের প্রথম ম্যাচেই ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাচটি হবে ১৪ জুন, এজবাস্টনে। ২৪ দিনের এই প্রতিযোগিতায় মোট ম্যাচ হবে ৩৩টি। খেলাগুলি হবে লর্ডস, এজবাস্টন, হ্যাম্পশায়ার, হেডিংলে, ওল্ড ট্র্যাফোর্ড, ওভাল এবং ব্রিস্টলে।

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি

১৪ জুন: ভারত বনাম পাকিস্তান

১৭ জুন: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (১)

২১ জুন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

২৫ জুন: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (২)

২৮ জুন: ভারত বনাম অস্ট্রেলিয়া।