১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ রুখতে ভারত জিরো টলারেন্স: ভারতীয় সেনা

চামেলি দাস
  • আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
  • / 230

পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার বিকালে সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনা।  সন্ত্রাসবাদ রুখতে ভারত জিরো টলারেন্স নেবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সেনা প্রধান।  পাকিস্তান ও পিওকে-তে ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস। খুব সতর্ক ভাবে টার্গেট ঠিক করা হচ্ছে বলে জানায় ভারতীয় সেনা।কেবলমাত্র জঙ্গিঘাঁটিকেই নিশানা করা হয়েছে। অভিযুক্তদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে নিহত ১০০-র বেশি জঙ্গি বলে জানালেন ডিজিএমও। নিহতদের পরিবারদের যন্ত্রণা অপরিসীম। তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।  মুরিদকেতে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় বায়ুসেনা । ভাগলপুর জঙ্গি ঘাঁটিতে হামলা সতর্কভাবে করেছিল ভারত। আর ভারতের ধর্মীয় স্থানে হামলা চালায় পাকিস্তান। জানালেন এয়ার মার্শাল এ কে ভারতী।

৭ মে পাক সেনার উপর হামলা নয়। শুধুমাত্র জঙ্গি ঘাঁটির উপরই হামলা চালানো হয়েছে। পাক সেনা ছাউনি, পাক নাগরিকদের টার্গেট করা হয়নি। জবাবে পাক রেডার ধ্বংস ভারতীয় সেনার। পাকিস্তান ড্রোন নিয়ে হামলা চালায় ভারত তা প্রতিহত করে।  সেনার তৎপরতায় পাকিস্তানের একটা চেষ্টাও সফল হয়নি। কোনও ড্রোন নীচে নামতে দেওয়া হয়নি। ৮ মে ড্রোনের মাধ্যমে জম্মু, উধমপুর, ও জয়সলমির হামলা চালানো হয়।  ৮ ও ৯ মে ড্রোন ও আনম্যানড নিয়ে হামলা চালায় পাকিস্তান।  পাকিস্তানের এয়ার বেস, এয়ার সিস্টেম ধ্বংস করেছে ভারত।  নাগরিকদের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতীয় সেনা।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

এদিকে যুদ্ধবিরতির পর আগামী ১২ মে দুপুর ১২টায় বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিজিএমও। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে উঠে আসতে পারে কাশ্মীর সমস্যার বিষয়। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা। তবে ভারতের তরফে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনও কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

 

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সন্ত্রাসবাদ রুখতে ভারত জিরো টলারেন্স: ভারতীয় সেনা

আপডেট : ১১ মে ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার বিকালে সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনা।  সন্ত্রাসবাদ রুখতে ভারত জিরো টলারেন্স নেবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সেনা প্রধান।  পাকিস্তান ও পিওকে-তে ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস। খুব সতর্ক ভাবে টার্গেট ঠিক করা হচ্ছে বলে জানায় ভারতীয় সেনা।কেবলমাত্র জঙ্গিঘাঁটিকেই নিশানা করা হয়েছে। অভিযুক্তদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে নিহত ১০০-র বেশি জঙ্গি বলে জানালেন ডিজিএমও। নিহতদের পরিবারদের যন্ত্রণা অপরিসীম। তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।  মুরিদকেতে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় বায়ুসেনা । ভাগলপুর জঙ্গি ঘাঁটিতে হামলা সতর্কভাবে করেছিল ভারত। আর ভারতের ধর্মীয় স্থানে হামলা চালায় পাকিস্তান। জানালেন এয়ার মার্শাল এ কে ভারতী।

৭ মে পাক সেনার উপর হামলা নয়। শুধুমাত্র জঙ্গি ঘাঁটির উপরই হামলা চালানো হয়েছে। পাক সেনা ছাউনি, পাক নাগরিকদের টার্গেট করা হয়নি। জবাবে পাক রেডার ধ্বংস ভারতীয় সেনার। পাকিস্তান ড্রোন নিয়ে হামলা চালায় ভারত তা প্রতিহত করে।  সেনার তৎপরতায় পাকিস্তানের একটা চেষ্টাও সফল হয়নি। কোনও ড্রোন নীচে নামতে দেওয়া হয়নি। ৮ মে ড্রোনের মাধ্যমে জম্মু, উধমপুর, ও জয়সলমির হামলা চালানো হয়।  ৮ ও ৯ মে ড্রোন ও আনম্যানড নিয়ে হামলা চালায় পাকিস্তান।  পাকিস্তানের এয়ার বেস, এয়ার সিস্টেম ধ্বংস করেছে ভারত।  নাগরিকদের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতীয় সেনা।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

এদিকে যুদ্ধবিরতির পর আগামী ১২ মে দুপুর ১২টায় বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিজিএমও। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে উঠে আসতে পারে কাশ্মীর সমস্যার বিষয়। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা। তবে ভারতের তরফে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনও কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

 

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি