০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

ইমামা খাতুন
  • আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
  • / 105

পুবের কলম, ওয়েব ডেস্ক: কলম্বোয় আয়োজিত মহিলাদের ত্রি-দেশীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। রবিবার ফাইনালে হরমনপ্রীত কৌররা ৯৭ রানে হারিয়ে দিল আয়োজক দেশ শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করতে নেমে স্মৃতী মান্ধানার অনদব্য শতরানের দৌলতে ভারত ৭ উইকেটে ৩৪২ রান করে। জবাবে শ্রীলঙ্কার মহিলা ব্রিগেড গুটিয়ে যায় ২৪৫ রানে। তাদের ইনিংস স্থায়ী হয়েছিল ৪৮.২ ওভার।

ওপেন করতে নেমে স্মৃতী ১৫টি চার ও দুটি ছয়ের সাহায্যে ১১৬ রান করেন। হার্লিন দেওল করেন ৪৭। অধিনায়ক হরমনপ্রীত ৩০ বলে ৪১ রান করেন। বাংলার রিচা ঘোষের সংগ্রহ ৮। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।

 

প্রথম ওভারেই আউট হল হাসিনি পেরিরা (০) । এরপরে দলকে কিছুটা লড়াইয়ে ফেরান ভিশামি গুনরত্নে এবং অধিনায়ক চামারি আটাপাট্টু। চামারিই দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন। লঙ্কান ইনিংসে ধস নামান স্নেহ রানা এবং আমনজিৎ কৌর। রানা ৩৮ রানে চারটি এবং আমনজিৎ ৫৪ রানে তিন উইকেট দখল করেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতার তৃতীয় দেশটি ছিল দক্ষিণ আফ্রিকা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

আপডেট : ১১ মে ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: কলম্বোয় আয়োজিত মহিলাদের ত্রি-দেশীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। রবিবার ফাইনালে হরমনপ্রীত কৌররা ৯৭ রানে হারিয়ে দিল আয়োজক দেশ শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করতে নেমে স্মৃতী মান্ধানার অনদব্য শতরানের দৌলতে ভারত ৭ উইকেটে ৩৪২ রান করে। জবাবে শ্রীলঙ্কার মহিলা ব্রিগেড গুটিয়ে যায় ২৪৫ রানে। তাদের ইনিংস স্থায়ী হয়েছিল ৪৮.২ ওভার।

ওপেন করতে নেমে স্মৃতী ১৫টি চার ও দুটি ছয়ের সাহায্যে ১১৬ রান করেন। হার্লিন দেওল করেন ৪৭। অধিনায়ক হরমনপ্রীত ৩০ বলে ৪১ রান করেন। বাংলার রিচা ঘোষের সংগ্রহ ৮। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।

 

প্রথম ওভারেই আউট হল হাসিনি পেরিরা (০) । এরপরে দলকে কিছুটা লড়াইয়ে ফেরান ভিশামি গুনরত্নে এবং অধিনায়ক চামারি আটাপাট্টু। চামারিই দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন। লঙ্কান ইনিংসে ধস নামান স্নেহ রানা এবং আমনজিৎ কৌর। রানা ৩৮ রানে চারটি এবং আমনজিৎ ৫৪ রানে তিন উইকেট দখল করেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতার তৃতীয় দেশটি ছিল দক্ষিণ আফ্রিকা।