০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে কমনওয়েলথ ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ অগাস্ট ২০২২, শনিবার
  • / 10

পুবের কলম প্রতিবেদকঃ কমনওয়েলথ গেমসের ক্রিকেটে ফাইনালে উঠে গেল ভারতের মেয়েরা। ফাইনালে যদি চ্যাম্পিয়ন নাও হতে পারেন হরমনপ্রীতরা, তাহলেও পদক নিশ্চিত ভারতের মেয়েদের। ১৯৯৮ সালে শেষবার কমনওয়েলথে ছিল ক্রিকেট। কিন্তু ভারতের ছেলেরা সেখানে সেমিফাইনাল অবধি পৌঁছতে পারেননি। ৯ নম্বরে শেষ করেছিল ভারত। কিন্তু এদিন এজবাস্টন স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচ ইংল্যান্ডকে চার রানে  হারিয়ে প্রথমবার কমনওয়েলথ গেমসের ক্রিকেটের ফাইনালে উঠে গেল ভারত। প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেটাররা কমনওয়েলথে অংশগ্রহণ করছেন। আর প্রথমবারই ফাইনালে উঠে পদক  নিশ্চিত করে ফেলল ভারত। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তোলে। স্মৃতি মন্ধনা ৩২ বলে ৮ টি চার ও ৩ টি ছয়ের সাহায্যে ৬১ রান করেন। জেমাইমা রডরিগেজ ৩১ বলে ৪৪ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সমর্থ্য হয়। ভারতীয় বোলার স্নেহ রানা ২টি উইকেট তুলে নিলেন। বার্মিংহামে তৈরি হল নতুন ইতিহাস।

আরও পড়ুন: জোহানেসবার্গ জয় করে ইতিহাস গড়তে চায় ভারত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইতিহাস গড়ে কমনওয়েলথ ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা

আপডেট : ৬ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ কমনওয়েলথ গেমসের ক্রিকেটে ফাইনালে উঠে গেল ভারতের মেয়েরা। ফাইনালে যদি চ্যাম্পিয়ন নাও হতে পারেন হরমনপ্রীতরা, তাহলেও পদক নিশ্চিত ভারতের মেয়েদের। ১৯৯৮ সালে শেষবার কমনওয়েলথে ছিল ক্রিকেট। কিন্তু ভারতের ছেলেরা সেখানে সেমিফাইনাল অবধি পৌঁছতে পারেননি। ৯ নম্বরে শেষ করেছিল ভারত। কিন্তু এদিন এজবাস্টন স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচ ইংল্যান্ডকে চার রানে  হারিয়ে প্রথমবার কমনওয়েলথ গেমসের ক্রিকেটের ফাইনালে উঠে গেল ভারত। প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেটাররা কমনওয়েলথে অংশগ্রহণ করছেন। আর প্রথমবারই ফাইনালে উঠে পদক  নিশ্চিত করে ফেলল ভারত। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তোলে। স্মৃতি মন্ধনা ৩২ বলে ৮ টি চার ও ৩ টি ছয়ের সাহায্যে ৬১ রান করেন। জেমাইমা রডরিগেজ ৩১ বলে ৪৪ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সমর্থ্য হয়। ভারতীয় বোলার স্নেহ রানা ২টি উইকেট তুলে নিলেন। বার্মিংহামে তৈরি হল নতুন ইতিহাস।

আরও পড়ুন: জোহানেসবার্গ জয় করে ইতিহাস গড়তে চায় ভারত