১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ির হর্ন পাল্টে বাজানো হতে পারে ভারতীয় বাদ্যযন্ত্রের সুর

সামিমা এহসানা
  • আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 17

পুবের কলম, ওয়েব ডেস্ক: পথ নিরাপত্তায় জোর দিতে রাজ্যগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। এই সপ্তাহে বেঙ্গালুরুতে ট্রান্সপোর্টেশন ডেভলপমেন্ট কাউন্সিল (টিডিসি) এর সভা অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় সড়কে গাড়ির গতিবেগ বাড়ানো নিয়েও আলোচনা করা হবে। এই আলোচনায় গাড়ির হর্ণের আওয়াজ পরিবর্তন আনার জন্য আইন প্রণয়ন প্রসঙ্গেও কথা হবে। গাড়ির বর্তমান হর্ণের আওয়াজ সরিয়ে ভারতীয় বাদ্যযন্ত্রের সুর ব্যবহার করার কথা ভাবছে সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির মতে, আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছে রাজ্য সরকারগুলি। তাই জাতীয় সড়কে দূর্ঘটনা কমানোর উপায় খুঁজতে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তিন দিনের একটি কনফারেন্সের উদ্বোধন করবেন মন্ত্রী। সেখানে সড়ক পরিকাঠামোর অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেখানে নতুন হর্ণের শব্দ এবং এক্সপ্রেসওয়েতে গাড়ির গতিবেগ বাড়ানোর বিষয়গুলি উঠে আসবে। বর্তমান আইন অনুযায়ী জাতীয় সড়কে গাড়ির সর্বাধিক গতির সীমা হল ১০০ কিমি প্রতি ঘন্টা, অন্যদিকে এক্সপ্রেসওয়েতে ওই সীমা ১২০ কিমি প্রতি ঘন্টা। গড়কড়ি জানিয়েছেন, ভবিষ্যতে সড়ক দূর্ঘটনা কমাতে বেসরকারী সংস্থাকে জাতীয় সড়কগুলির সুরক্ষা অডিট করতে দেওয়া হবে। এছাড়া ইন্টারসিটি বাসগুলিতে যাত্রীদের জন্য সিট বেল্ট ব্যবহার ও প্রাইভেট গাড়ির পিছনের সিটে সিট বেল্ট ব্যবহার না করলে অ্যালার্ম বাজানোর ব্যবস্থা করা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাড়ির হর্ন পাল্টে বাজানো হতে পারে ভারতীয় বাদ্যযন্ত্রের সুর

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: পথ নিরাপত্তায় জোর দিতে রাজ্যগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। এই সপ্তাহে বেঙ্গালুরুতে ট্রান্সপোর্টেশন ডেভলপমেন্ট কাউন্সিল (টিডিসি) এর সভা অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় সড়কে গাড়ির গতিবেগ বাড়ানো নিয়েও আলোচনা করা হবে। এই আলোচনায় গাড়ির হর্ণের আওয়াজ পরিবর্তন আনার জন্য আইন প্রণয়ন প্রসঙ্গেও কথা হবে। গাড়ির বর্তমান হর্ণের আওয়াজ সরিয়ে ভারতীয় বাদ্যযন্ত্রের সুর ব্যবহার করার কথা ভাবছে সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির মতে, আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছে রাজ্য সরকারগুলি। তাই জাতীয় সড়কে দূর্ঘটনা কমানোর উপায় খুঁজতে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তিন দিনের একটি কনফারেন্সের উদ্বোধন করবেন মন্ত্রী। সেখানে সড়ক পরিকাঠামোর অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেখানে নতুন হর্ণের শব্দ এবং এক্সপ্রেসওয়েতে গাড়ির গতিবেগ বাড়ানোর বিষয়গুলি উঠে আসবে। বর্তমান আইন অনুযায়ী জাতীয় সড়কে গাড়ির সর্বাধিক গতির সীমা হল ১০০ কিমি প্রতি ঘন্টা, অন্যদিকে এক্সপ্রেসওয়েতে ওই সীমা ১২০ কিমি প্রতি ঘন্টা। গড়কড়ি জানিয়েছেন, ভবিষ্যতে সড়ক দূর্ঘটনা কমাতে বেসরকারী সংস্থাকে জাতীয় সড়কগুলির সুরক্ষা অডিট করতে দেওয়া হবে। এছাড়া ইন্টারসিটি বাসগুলিতে যাত্রীদের জন্য সিট বেল্ট ব্যবহার ও প্রাইভেট গাড়ির পিছনের সিটে সিট বেল্ট ব্যবহার না করলে অ্যালার্ম বাজানোর ব্যবস্থা করা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।