০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ভারতীয়দের ফিরিয়ে আনতে পুতিনের সঙ্গে যোগাযোগ করছে বিদেশ মন্ত্রক

Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার

ইমামা খাতুন
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • / 214

মোক্তার হোসেন মন্ডল: চাকরির লোভে পড়ে রুশ সেনায় যোগ দেওয়া (Indian National in Russian Army) ভারতীয়দের নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কয়েকজনের মৃত্যুর পর আবারও নিয়োগের খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্র তৎপর হয়।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, রুশ কর্তৃপক্ষকে নিয়োগ বন্ধ করতে ও ভারতীয়দের মুক্তি দিতে (Indian National in Russian Army) অনুরোধ জানানো হয়েছে। এ পর্যন্ত ৯৮ জনকে অব্যাহতি দেওয়া হলেও এখনও ১৩ জন রুশ বাহিনীতে রয়েছেন, যাদের মধ্যে ১২ জন নিখোঁজ।

আরও পড়ুন: সব বেসরকারি কর্মীর জন্য একক সামাজিক সুরক্ষা নম্বর আনছে কেন্দ্র

বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই ভারতীয়রা বিভ্রান্ত হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী মোদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশ্বাস দিয়েছেন, সেনায় থাকা সব ভারতীয়কে অব্যাহতি দেওয়া হবে। নিখোঁজদের সন্ধানে চলছে দিল্লি-মস্কো যোগাযোগ।

আরও পড়ুন: আদানি-এলআইসি ইস্যুতে বিরোধীদের তোপে কেন্দ্র

Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
MEA spokesperson Randhir Jaiswal speaks during a media briefing in New Delhi 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা দিল্লি এবং মস্কো দুই জায়গাতেই রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি। এই নিয়োগ বন্ধ করার এবং আমাদের নাগরিকদের মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি।’

আরও পড়ুন: এআই-এর অপব্যবহার ঠেকাতে কড়া কেন্দ্র, আইন বদল করতে চলেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক

READ MORE: মোদির সফরের আগে মণিপুরে Naga apex body-কে অবরোধ প্রত্যাহারের অনুরোধ

তিনি আরো বলেন,‘আমরা আবারও সকল ভারতীয় নাগরিককে রুশ সেনাবাহিনীতে যোগদানের যেকোনও প্রস্তাব থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয়দের ফিরিয়ে আনতে পুতিনের সঙ্গে যোগাযোগ করছে বিদেশ মন্ত্রক

Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

মোক্তার হোসেন মন্ডল: চাকরির লোভে পড়ে রুশ সেনায় যোগ দেওয়া (Indian National in Russian Army) ভারতীয়দের নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কয়েকজনের মৃত্যুর পর আবারও নিয়োগের খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্র তৎপর হয়।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, রুশ কর্তৃপক্ষকে নিয়োগ বন্ধ করতে ও ভারতীয়দের মুক্তি দিতে (Indian National in Russian Army) অনুরোধ জানানো হয়েছে। এ পর্যন্ত ৯৮ জনকে অব্যাহতি দেওয়া হলেও এখনও ১৩ জন রুশ বাহিনীতে রয়েছেন, যাদের মধ্যে ১২ জন নিখোঁজ।

আরও পড়ুন: সব বেসরকারি কর্মীর জন্য একক সামাজিক সুরক্ষা নম্বর আনছে কেন্দ্র

বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই ভারতীয়রা বিভ্রান্ত হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী মোদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশ্বাস দিয়েছেন, সেনায় থাকা সব ভারতীয়কে অব্যাহতি দেওয়া হবে। নিখোঁজদের সন্ধানে চলছে দিল্লি-মস্কো যোগাযোগ।

আরও পড়ুন: আদানি-এলআইসি ইস্যুতে বিরোধীদের তোপে কেন্দ্র

Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
MEA spokesperson Randhir Jaiswal speaks during a media briefing in New Delhi 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা দিল্লি এবং মস্কো দুই জায়গাতেই রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি। এই নিয়োগ বন্ধ করার এবং আমাদের নাগরিকদের মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি।’

আরও পড়ুন: এআই-এর অপব্যবহার ঠেকাতে কড়া কেন্দ্র, আইন বদল করতে চলেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক

READ MORE: মোদির সফরের আগে মণিপুরে Naga apex body-কে অবরোধ প্রত্যাহারের অনুরোধ

তিনি আরো বলেন,‘আমরা আবারও সকল ভারতীয় নাগরিককে রুশ সেনাবাহিনীতে যোগদানের যেকোনও প্রস্তাব থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি।’