ভেঙে গিয়েছে মেরুদণ্ড, হাতের একাধিক হাড়
অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত যুবককে কোপানোর অভিযোগ

- আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
- / 18
পুবের কলম,ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের পরে এ বার অস্ট্রেলিয়া। ফের ভারতীয় বংশোদ্ভূত যুবককে কোপানোর অভিযোগ। নির্যাতিতর নাম সৌরভ আনন্দ। মেলবোর্নের একটি শপিং সেন্টারের বাইরে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, একদল কিশোর এই বর্বর হামলা চালায় ৩৩ বছর বয়সি সৌরভ আনন্দের ওপর। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা শোচনীয়। তবে সৌরভের কাটা হাত ফের জুড়ে দিয়েছেন চিকিৎসকরা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ১৯ জুলাই ঘটনাটি ঘটেছে। এদিন সন্ধ্যাবেলা আলটোনা মেডোজের সেন্ট্রাল স্কোয়্যারের একটি শপিং সেন্টার ওষুধ কিনে ফিরছিলেন আনন্দ। হঠাৎকরেই তাকে ঘিরে ধরে ধরে অভিযুক্ত ৫ কিশোর। এক কিশোর তাঁর পকেটে হাত ঢুকিয়ে জিনিসপত্র নেওয়ার চেষ্টা করে, আরেকজন আনন্দকে বারবার ঘুষি মারে এবং তৃতীয়জন তাঁর গলায় চাপাতি তাক করে ছিল। আকস্মিক এহেন ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়ে আনন্দ। কিছু করে ওঠার আগেই তাঁর টাকাপয়সা লুট করে নেয় অভিযুক্তরা। এখানেই ক্ষান্ত হয়নি ওই কিশোররা। তারপরেও এলোপাথাড়ি মার জারি রাখে। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ।
হাসপাতালের বেডে শুয়ে আনন্দ বলেন, ‘আমি হাত তুলে আড়াল করার চেষ্টা করেছিলাম। ছুরি সোজা হাতে এসে লাগে। পরপর তিনবার হাতেই কোপ মারে।’আক্রমণকারীরা সৌরভের পিঠেও এলোপাথাড়ি ছুরির কোপ মারে বলে অভিযোগ। ‘আমার কেবল মনে আছে যে প্রচণ্ড ব্যথা করছিল। আমার হাত নাড়াতে পারছিলাম না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আনন্দের কাঁধ ও পিঠে গভীর ক্ষত রয়েছে। তাঁর মেরুদণ্ড ভেঙে গিয়েছে। হাতে একাধিক হাড় ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যদিও তাঁর এই অবস্থা দেখে সার্জনরা প্রাথমিকভাবে অঙ্গচ্ছেদের কথা ভেবেছিলেন। তবে কয়েক ঘণ্টার সূক্ষ্ম অস্ত্রোপচারের পরে শেষ পর্যন্ত তাঁর বাঁহাতটি পুনরায় সংযুক্ত করা হয়। তাঁর কব্জি এবং হাতে স্ক্রু ঢোকানো হয়েছে। তবে এখনও আনন্দ হাত নাড়াতে পারছেন না।