১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভগবান বজরঙ্গবলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ভারতীয় রেলের

পুবের কলম, ওয়েব ডেস্ক: অনেকে বলছেন, ‘ঘোর কলিযুগ’। ভগবানকে নোটিশ ধরাল ভারতীয় রেল। শুধু কি নোটিশ? নোটিশের সঙ্গে আইনি পদক্ষেপের হুমকিও দেওয়া হল পবনপুত্র হনুমানজিকে। ঝাড়খণ্ডের ধানবাদে রেললাইনের পাশে গড়ে ওঠা বজরঙ্গলির একটি মন্দিরের বাইরে নোটিশ সাঁটিয়েছে ভারতীয় রেল।

সেই নোটিশে হনুমানজিকে সম্বোধন করে বলা হয়েছে, ‘আপনি রেলওয়ের জমি অবৈধভাবে দখল করেছেন। আইনের চোখে এটি অপরাধ। ১০ দিনের মধ্যে এই জমি ফাঁকা না করলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  নোটিশের শেষ লাইনে বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করার জন্যও বলা হয়েছে। হনুমানজিকে নোটিশ পাঠানোর ঘটনায় অবাক হচ্ছেন অনেকেই।

আরও পড়ুন: ফের ১৮ দিন ধরে পরপর ট্রেন বাতিল, দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

রেলের এই নোটিশের বিরোধীতা করেছেন স্থানীয়রা।মন্দিরের পাশের খটিক বস্তির আরও বেশ কয়েকটি পরিবারকেও রেলের জমি ফাঁকা করে দেওয়ার জন্য নোটিশ ধরানো হয়েছে। তারা জানিয়েছেন, ১৯২১ সাল থেকে তারা ওই এলাকায় বাস করছেন। ফল, সব্জী, মাছ বিক্রি করে কোনোমতে দিনগুজরান হয় তাদের। ওই এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিলে মাথা গোঁজার বন্দোবস্ত করতে পারবেন না তারা। নোটিশ পেয়ে ক্ষুব্ধ সকলেই। ক্ষোভ প্রকাশ করতে সোম ও মঙ্গলবার মন্দিরের কাছে একত্রিত হয়ে ওই নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বস্তির অসহায় মানুষজন।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

 

আরও পড়ুন: টিকিট বুক করেও যাত্রা করতে পারেননি ৩.২৭ কোটিরও বেশি যাত্রী

সর্বধিক পাঠিত

এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভগবান বজরঙ্গবলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ভারতীয় রেলের

আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: অনেকে বলছেন, ‘ঘোর কলিযুগ’। ভগবানকে নোটিশ ধরাল ভারতীয় রেল। শুধু কি নোটিশ? নোটিশের সঙ্গে আইনি পদক্ষেপের হুমকিও দেওয়া হল পবনপুত্র হনুমানজিকে। ঝাড়খণ্ডের ধানবাদে রেললাইনের পাশে গড়ে ওঠা বজরঙ্গলির একটি মন্দিরের বাইরে নোটিশ সাঁটিয়েছে ভারতীয় রেল।

সেই নোটিশে হনুমানজিকে সম্বোধন করে বলা হয়েছে, ‘আপনি রেলওয়ের জমি অবৈধভাবে দখল করেছেন। আইনের চোখে এটি অপরাধ। ১০ দিনের মধ্যে এই জমি ফাঁকা না করলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  নোটিশের শেষ লাইনে বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করার জন্যও বলা হয়েছে। হনুমানজিকে নোটিশ পাঠানোর ঘটনায় অবাক হচ্ছেন অনেকেই।

আরও পড়ুন: ফের ১৮ দিন ধরে পরপর ট্রেন বাতিল, দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

রেলের এই নোটিশের বিরোধীতা করেছেন স্থানীয়রা।মন্দিরের পাশের খটিক বস্তির আরও বেশ কয়েকটি পরিবারকেও রেলের জমি ফাঁকা করে দেওয়ার জন্য নোটিশ ধরানো হয়েছে। তারা জানিয়েছেন, ১৯২১ সাল থেকে তারা ওই এলাকায় বাস করছেন। ফল, সব্জী, মাছ বিক্রি করে কোনোমতে দিনগুজরান হয় তাদের। ওই এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিলে মাথা গোঁজার বন্দোবস্ত করতে পারবেন না তারা। নোটিশ পেয়ে ক্ষুব্ধ সকলেই। ক্ষোভ প্রকাশ করতে সোম ও মঙ্গলবার মন্দিরের কাছে একত্রিত হয়ে ওই নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বস্তির অসহায় মানুষজন।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

 

আরও পড়ুন: টিকিট বুক করেও যাত্রা করতে পারেননি ৩.২৭ কোটিরও বেশি যাত্রী