১৫ মিনিটে ৫ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা
ট্রাম্পের নীতিকোপে বিশাল ধস ভারতীয় শেয়ার বাজারে

- আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 32
পুবের কলম,ওয়েবডেস্ক: ট্রাম্পের নীতিকোপে বিশাল ধস ভারতীয় শেয়ার বাজারে। ১৫ মিনিটে ৫ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা। এর মধ্যে সবচেয়ে বেশি পড়েছে তেলের শেয়ারের দাম। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স ৫০০ পয়েন্টেরও বেশি পড়েছে। নিফটি পড়েছে ৫০ থেকে ১৫০ পয়েন্ট। বলা বাহুল্য, আজ বাজারের শুরু থেকেই সূচকের পতন ঘটতে থাকে।
আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই হু-হু করে ধস নামতে শুরু করে। মাত্র ১৫ মিনিটে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ কোটি। জানা যাচ্ছে, বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানা চাপানোর কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প। এছাড়াও অতিরিক্ত জরিমানার কথাও জানানো হয়। শুক্রবার, ১ অগস্ট থেকে এই শুল্কারোপ চালু হওয়ার কথা।