০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় খুন করে পলাতক ভারতীয় যুবক গ্রেফতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার
  • / 60

পুবের কলম, ওয়েবডেস্কঃ ২৪ বছরের অস্ট্রেলিয়ান যুবতীকে খুনে অভিযুক্ত ভারতীয়কে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। অভিযুক্ত রাজবিন্দর সিংহের মাথার দাম ৫ কোটি টাকা ঘোষণা করা হয়েছিল। নিজের চেহারা সম্পূর্ণ বদলে ভারতে প্রায় ৪ বছর ভারতে লুকিয়ে থাকা রাজবিন্দরকে গ্রেফতার করতে সফল হল দিল্লি পুলিশ।

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

আদতে পঞ্জাবের বুট্টর কালানের বাসিন্দা ৩৮ বছরের রাজবিন্দরের বিরুদ্ধে ২০১৮ সালে  অস্ট্রেলিয়ায় যুবতী তোয়া কার্ডিংলেকে হত্যায় অভিযোগ ছিল।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত

উল্লেখ্য রাজবিন্দর সিং অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে সপরিবারে বাস করত। অক্টোবর ২০১৮ কুইন্সল্যান্ড বিচে তোয়া নামের এক অস্ট্রেলিয়ায় যুবতীর মৃতদেহ পাওয়া যায়। তোয়া কার্ডিংলে একটি ফার্মেসিকে কাজ করতেন।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

ঘটনার দিন তিনি কুইন্সল্যান্ডের ওয়াংটি বিচে নিজের পোষা কুকুরটিকে নিয়ে ঘুরছিলেন। অভিযোগ তখনই তাঁকে খুন করা হয়। রাজবিন্দর ওই যুবতীকে খুন করে বলে অভিযোগ অস্ট্রেলিয় পুলিশের। তোয়া খুনের দুদিন পরেই তিন সন্তান, স্ত্রী এবং চাকরি ছেড়ে রাজবিন্দর ভারতে পালিয়ে আসে এবং অমৃতসর বিমানবন্দরে নামে। এরপর থেকে তার কোনও খোঁজ মিলছিল না। যদিও তখন থেকে ভারতেই লুকিয়ে ছিল সে।

অস্ট্রেলিয়া পুলিশ পলাতক রাজবিন্দর হন্যে হয়ে খুঁজছিল। রাজবিন্দরের খোঁজ দিলে ১ মিলিয়ন অস্ট্রেলিয় ডলার (৫ কোটি টাকা) পুরস্কারও ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে রাজবিন্দরের প্রত্যার্পণের আবেদনও জানানো হয়। গত মাসে ভারত তা স্বীকার করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলিয়ায় খুন করে পলাতক ভারতীয় যুবক গ্রেফতার

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ২৪ বছরের অস্ট্রেলিয়ান যুবতীকে খুনে অভিযুক্ত ভারতীয়কে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। অভিযুক্ত রাজবিন্দর সিংহের মাথার দাম ৫ কোটি টাকা ঘোষণা করা হয়েছিল। নিজের চেহারা সম্পূর্ণ বদলে ভারতে প্রায় ৪ বছর ভারতে লুকিয়ে থাকা রাজবিন্দরকে গ্রেফতার করতে সফল হল দিল্লি পুলিশ।

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

আদতে পঞ্জাবের বুট্টর কালানের বাসিন্দা ৩৮ বছরের রাজবিন্দরের বিরুদ্ধে ২০১৮ সালে  অস্ট্রেলিয়ায় যুবতী তোয়া কার্ডিংলেকে হত্যায় অভিযোগ ছিল।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত

উল্লেখ্য রাজবিন্দর সিং অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে সপরিবারে বাস করত। অক্টোবর ২০১৮ কুইন্সল্যান্ড বিচে তোয়া নামের এক অস্ট্রেলিয়ায় যুবতীর মৃতদেহ পাওয়া যায়। তোয়া কার্ডিংলে একটি ফার্মেসিকে কাজ করতেন।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

ঘটনার দিন তিনি কুইন্সল্যান্ডের ওয়াংটি বিচে নিজের পোষা কুকুরটিকে নিয়ে ঘুরছিলেন। অভিযোগ তখনই তাঁকে খুন করা হয়। রাজবিন্দর ওই যুবতীকে খুন করে বলে অভিযোগ অস্ট্রেলিয় পুলিশের। তোয়া খুনের দুদিন পরেই তিন সন্তান, স্ত্রী এবং চাকরি ছেড়ে রাজবিন্দর ভারতে পালিয়ে আসে এবং অমৃতসর বিমানবন্দরে নামে। এরপর থেকে তার কোনও খোঁজ মিলছিল না। যদিও তখন থেকে ভারতেই লুকিয়ে ছিল সে।

অস্ট্রেলিয়া পুলিশ পলাতক রাজবিন্দর হন্যে হয়ে খুঁজছিল। রাজবিন্দরের খোঁজ দিলে ১ মিলিয়ন অস্ট্রেলিয় ডলার (৫ কোটি টাকা) পুরস্কারও ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে রাজবিন্দরের প্রত্যার্পণের আবেদনও জানানো হয়। গত মাসে ভারত তা স্বীকার করেছে।