২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে বন্দি নিমিশার ফাঁসি রুখতে এগিয়ে এলেন ভারতের গ্র্যান্ড মুফতি, সাময়িক স্বস্তি ভারতীয় নার্সের পরিবারে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 173

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তির খবর। কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার ফাঁসি আপাতত স্থগিত করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৬ জুলাই ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও এখন তা হচ্ছে না।

জানা গিয়েছে, ভারতের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার ইতিমধ্যেই ইয়েমেনের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তারই ফল মিলেছে বলে মনে করা হচ্ছে।

কেরলের নিমিশাকে বাঁচাতে নিমিশার হাতে মৃত ইয়েমেনের তালাত আবদো মাহাদির পরিবারে সঙ্গে কথা বলছেন ভারতের গ্র্যান্ড মুফতি এপি আবুবকর মুসলিয়ার। তিনি ‘ব্লাড মানি’ নিয়ে নিমিশাকে ক্ষমা করে দিতে পরিবারকে অনুরোধ করেছেন। সেই সঙ্গে বিভিন্ন মাওলানাদের সঙ্গে কথা বলছেন যাতে তারা ইয়েমেনে নিমিশার স্বামীর পরিবারকে বোঝান। এছাড়া ভারতের এই গ্র্যান্ড মুফতি আইনজীবী ও সরকারের সঙ্গে কথা বলেছেন বলে খবরে প্রকাশ। জানা গেছে, আপাতত নিমিশার ফাঁসি কার্যকর স্থগিত করেছে। তবে শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার।

আরও পড়ুন: ইয়াসিন মালিকের ফাঁসির আর্জি

বছর কয়েক আগে ইয়েমেনে কর্মরত অবস্থায় এক ইয়েমেনি নাগরিক অর্থাৎ স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হন নিমিশা প্রিয়া। দীর্ঘ বিচারপর্বের পর তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।
সূত্রের দাবি, আলোচনার ভিত্তিতে ফাঁসি বুধবার আর হচ্ছে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

আরও পড়ুন: ইয়েমেনে কি ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড বাতিল হয়েছে?

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ক্রমশ জটিল হচ্ছে নিমিশা মামলা, সংযমের আর্জি মায়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইয়েমেনে বন্দি নিমিশার ফাঁসি রুখতে এগিয়ে এলেন ভারতের গ্র্যান্ড মুফতি, সাময়িক স্বস্তি ভারতীয় নার্সের পরিবারে

আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তির খবর। কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার ফাঁসি আপাতত স্থগিত করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৬ জুলাই ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও এখন তা হচ্ছে না।

জানা গিয়েছে, ভারতের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার ইতিমধ্যেই ইয়েমেনের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তারই ফল মিলেছে বলে মনে করা হচ্ছে।

কেরলের নিমিশাকে বাঁচাতে নিমিশার হাতে মৃত ইয়েমেনের তালাত আবদো মাহাদির পরিবারে সঙ্গে কথা বলছেন ভারতের গ্র্যান্ড মুফতি এপি আবুবকর মুসলিয়ার। তিনি ‘ব্লাড মানি’ নিয়ে নিমিশাকে ক্ষমা করে দিতে পরিবারকে অনুরোধ করেছেন। সেই সঙ্গে বিভিন্ন মাওলানাদের সঙ্গে কথা বলছেন যাতে তারা ইয়েমেনে নিমিশার স্বামীর পরিবারকে বোঝান। এছাড়া ভারতের এই গ্র্যান্ড মুফতি আইনজীবী ও সরকারের সঙ্গে কথা বলেছেন বলে খবরে প্রকাশ। জানা গেছে, আপাতত নিমিশার ফাঁসি কার্যকর স্থগিত করেছে। তবে শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার।

আরও পড়ুন: ইয়াসিন মালিকের ফাঁসির আর্জি

বছর কয়েক আগে ইয়েমেনে কর্মরত অবস্থায় এক ইয়েমেনি নাগরিক অর্থাৎ স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হন নিমিশা প্রিয়া। দীর্ঘ বিচারপর্বের পর তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।
সূত্রের দাবি, আলোচনার ভিত্তিতে ফাঁসি বুধবার আর হচ্ছে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

আরও পড়ুন: ইয়েমেনে কি ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড বাতিল হয়েছে?

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ক্রমশ জটিল হচ্ছে নিমিশা মামলা, সংযমের আর্জি মায়ের