ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কে ৫ দিনেই ১৯,২৮৪ কোটি টাকা লোকসান
- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 143
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের জন্য এই সপ্তাহটি একেবারেই ভালো যায়নি। ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত পাঁচ দিনে ব্যাঙ্কটির শেয়ারের দাম ১১.৩০ টাকা কমে যাওয়ার পর বাজার মূলধন ১৯,২৮৪.৮ কোটি টাকা কমেছে। এইচডিএফসি ব্যাঙ্কের বাজার মূলধন এখন ১৫,২৫,৩৩৯.৭২ কোটি টাকা। এমনকি এর প্রতিদ্বন্দ্বী আইসিআইসিআই ব্যাঙ্কের বাজার মূল্যও ১৩,৫৬৬.৯২ কোটি টাকা কমেছে। যা বর্তমানে ১০,২৯,৪৭০.৫৭ কোটি টাকা। গত সপ্তাহে, বিএসই (BSE) বেঞ্চমার্ক সেনসেক্স ৬২৬.০১ পয়েন্ট অর্থাৎ ০.৭৪ শতাংশ কমেছে।
ইকুইটিতে মন্দার প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে এইচডিএফসি ব্যাঙ্ক এই সপ্তাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, একই সময়ে শীর্ষ ১০টি মূল্যবান সংস্থার মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক সহ ছয়টি সংস্থার সম্মিলিত বাজার মূল্য ৭০,৩২৫.৫ কোটি টাকা কমেছে।
শীর্ষ ১০টির মধ্যে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই), ইনফোসিস এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড লাভবান হয়েছে, অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) এবং বাজাজ ফাইন্যান্সের বাজার মূল্য কমেছে।
অবশ্য, HDFC ব্যাঙ্ক জানিয়েছে ৩০ জুন পর্যন্ত তাদের মোট অগ্রিমের পরিমাণ ২.৬ লক্ষ কোটি টাকা, যা ৩০ জুন, ২০২৪ তারিখের ২.৪ লক্ষ কোটি টাকার চেয়ে ৬.৭% বেশি।




















