২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অভাব-অনটন এবং অশান্তি থেকে বাঁচতে নেশার বিরুদ্ধে বীরভূমে সরব আদিবাসী মহিলারা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 42

কৌশিক সালুইঃ বীরভূম দিন আনি দিন খাই দিনমজুর পরিমাণ। অভাব যাদের পরিবারের নিত্যসঙ্গী। তার উপর পরিবারের পুরুষ সদস্যরা নিয়মিত মদ্যপান করে চলেছেন। যার জেরে সংসারে অশান্তি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরিবার তথা গ্রামে শান্তি ফেরানোর আশায় মদের কারবার বন্ধ করতে শুক্রবার বীরভূমের সিউড়ির আবগারি দপ্তরে দরবার করলেন প্রমীলারা। আধিকারিক এর কাছ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস আদায় করে বাড়ি ফিরলেন তারা।

    বীরভূমের মহম্মদ বাজার থানার গণপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ধরমপুর গ্রাম। ওই গ্রামের প্রায় কয়েকশো মহিলা এদিন  মদের কারবার বন্ধ করার দাবি নিয়ে সরব হলেন। তারা সিউড়িতে আবগারি আধিকারিকের দপ্তরে হাজির হয়ে স্মারকলিপি দিলেন। তাদের দাবি গ্রামে যে মদের কারবার হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে। বাড়ির পুরুষ সদস্যরা দিনমজুরি করে যেটুকু রোজকার করছে তার সিংহভাগই নেশাতে খরচ করে দিচ্ছে। ফলে অনেক পরিবারের মহিলা থেকে বাচ্চাদেরকে অনেক সময় অর্ধাহার বা অনাহারে দিন গুজরান করতে বাধ্য হচ্ছে। এর সঙ্গে অনেকের ছেলেমেয়েদের পড়াশোনার কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একত্রিত হয়ে আন্দোলনে শামিল হলেন নেশাই ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলা সদস্যরা। তাদের মধ্যে ময়না মূর্মু, হপনময় হেমরমরা বলেন, “পরিবারের পুরুষ সদস্যরা নিয়মিত মদ্যপান করছে ফলে সংসারে অভাব-অনটন ও নিত্যদিন অশান্তি লেগেই থাকছে তাই এলাকায় মদের কারবার বন্ধের দাবি জানালাম আমরা”। জেলা আফগারি সুপার দীনেশ চন্দ্র মন্ডল বলেন,” জেলায় বেআইনি মদের কারবার বন্ধ করতে আমাদের নিয়মিত অভিযান চলছে। মহিলারা যে দাবি জানিয়েছেন আমরা তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব”।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভাব-অনটন এবং অশান্তি থেকে বাঁচতে নেশার বিরুদ্ধে বীরভূমে সরব আদিবাসী মহিলারা

আপডেট : ১ অক্টোবর ২০২১, শুক্রবার

কৌশিক সালুইঃ বীরভূম দিন আনি দিন খাই দিনমজুর পরিমাণ। অভাব যাদের পরিবারের নিত্যসঙ্গী। তার উপর পরিবারের পুরুষ সদস্যরা নিয়মিত মদ্যপান করে চলেছেন। যার জেরে সংসারে অশান্তি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরিবার তথা গ্রামে শান্তি ফেরানোর আশায় মদের কারবার বন্ধ করতে শুক্রবার বীরভূমের সিউড়ির আবগারি দপ্তরে দরবার করলেন প্রমীলারা। আধিকারিক এর কাছ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস আদায় করে বাড়ি ফিরলেন তারা।

    বীরভূমের মহম্মদ বাজার থানার গণপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ধরমপুর গ্রাম। ওই গ্রামের প্রায় কয়েকশো মহিলা এদিন  মদের কারবার বন্ধ করার দাবি নিয়ে সরব হলেন। তারা সিউড়িতে আবগারি আধিকারিকের দপ্তরে হাজির হয়ে স্মারকলিপি দিলেন। তাদের দাবি গ্রামে যে মদের কারবার হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে। বাড়ির পুরুষ সদস্যরা দিনমজুরি করে যেটুকু রোজকার করছে তার সিংহভাগই নেশাতে খরচ করে দিচ্ছে। ফলে অনেক পরিবারের মহিলা থেকে বাচ্চাদেরকে অনেক সময় অর্ধাহার বা অনাহারে দিন গুজরান করতে বাধ্য হচ্ছে। এর সঙ্গে অনেকের ছেলেমেয়েদের পড়াশোনার কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একত্রিত হয়ে আন্দোলনে শামিল হলেন নেশাই ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলা সদস্যরা। তাদের মধ্যে ময়না মূর্মু, হপনময় হেমরমরা বলেন, “পরিবারের পুরুষ সদস্যরা নিয়মিত মদ্যপান করছে ফলে সংসারে অভাব-অনটন ও নিত্যদিন অশান্তি লেগেই থাকছে তাই এলাকায় মদের কারবার বন্ধের দাবি জানালাম আমরা”। জেলা আফগারি সুপার দীনেশ চন্দ্র মন্ডল বলেন,” জেলায় বেআইনি মদের কারবার বন্ধ করতে আমাদের নিয়মিত অভিযান চলছে। মহিলারা যে দাবি জানিয়েছেন আমরা তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব”।