পুবের কলম, ওয়েবডেস্ক: শাস্তির মুখে ইন্ডিগো। এবার চার জন ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’-কে বরখাস্ত করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। যদিও কেন তাঁদের বরখাস্ত করা হয়েছে, তা নিয়ে সরাসরি কোনও কারণ জানায়নি ডিজিসিএ।
সূত্রের খবর, ইন্ডিগো ফ্লাইট অপারেশনে নজরদারি সংক্রান্ত দায়িত্ব ছিলেন এই চারজন ইন্সপেক্টর। তাদের উপরে ফ্লাইট সংক্রান্ত নিয়মনীতি ঠিকমতো পালন করা হচ্ছে কি না এবং সুরক্ষা ব্যবস্থার উপরে নজরদারি করার দায়িত্ব থাকে। ওই ইন্সপেক্টরদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছে। অন্যদিকে ইন্ডিগোর সিইও পিটাস এলবার্সকে তলব করেছে ডিজিসিএ। ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা পুনরায় স্বাভাবিক করা থেকে শুরু করে কর্মীদের নিয়োগ করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে। প্রসঙ্গত, যাত্রী হেনস্থা নিয়ে ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্র। মঙ্গলবার দেশের অন্যান্য উড়ান সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ৫ শতাংশ অর্থাৎ দৈনিক ১১০টি উড়ান হারিয়েছে ইন্ডিগো। কয়েকদিন পরে আরও ৫ শতাংশ উড়ান কেড়ে নেওয়া হবে ইন্ডিগোর থেকে।
চলতি মাসে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। ফলে প্রবল ভোগান্তি পোহাতে হয়েছিল যাত্রীদের। ইন্ডিগোর বিপর্যয় নিয়ে ক্ষমা চেয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সবদিক খতিয়ে দেখা হচ্ছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিগোর বিরুদ্ধে। কাউকে রেয়াত করা হবে। প্রয়োজনে বিমানসংস্থার সিইও-কেও বরখাস্ত করতে পিছপা হব না। গত সাত দিন ধরে, আমি ঠিক মতো ঘুমাতে পারিনি।একাধিক বৈঠক করেছি। ইন্ডিগোর এই বিপর্যয়ে আমি ক্ষমাপ্রার্থী।” এই অচলাবস্থা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।






























