নৌকায় চেপে ইন্দোনেশিয়ায় ১০০ রোহিঙ্গা

- আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, বুধবার
- / 13
আচেহ, ১৫ নভেম্বর: ইঞ্জিনচালিত নৌকায় চেপে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছেন অন্তত ১০০ জন রোহিঙ্গা। মঙ্গলবার ভোরে আচেহ প্রদেশের পিদি নামক এক এলাকার সমুদ্রতীরে পৌঁছান তাঁরা। পিদি’র মৎসজীবী সমিতির প্রধান মিফতাহ কাত আদে এ তথ্য জানিয়ে বলেন, ‘এই রোহিঙ্গাদের অর্ধেকেরও বেশি নারী এবং শিশু এবং তাদের মধ্যে অনেকেই খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে অসুস্থ অবস্থায় ছিলেন।’ পিদির স্থানীয় পুলিশ প্রধান এফেন্দিও এই রোহিঙ্গাদের আসার তথ্য স্বীকার করেছেন। তবে এই রোহিঙ্গারা মায়ানমার না বাংলাদেশের শরণার্থী শিবির থেকে এসেছেন তা জানানো হয়নি।
রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, তাদের একটি প্রতিনিধি দল আচেহের উদ্দেশে রওনা হয়েছে। বস্তুত, মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীগুলোর মধ্যে একটি বলে বিবেচিত। ২০১৭ সালের পর এই ধারণা আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৭ সালে মায়ানমারের আরাকান রাজ্যে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলার অভিযোগ ওঠে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) বিরুদ্ধে। সেই হামলার জের ধরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা গ্রামগুলোতে বর্বর হামলা চালায় মায়ানমার সেনা।
হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সামনে টিকতে না পেরে লক্ষ লক্ষ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশসহ আশপাশের বিভিন্ন দেশে পালাতে শুরু করে। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দল ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, মায়ানমারে জাতিগতভাবে রোহিঙ্গাদের নির্মূল করতেই এই গণহত্যা চালিয়েছিল দেশটির সেনা।