০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের প্রতিটি দেশে পেলের নামাঙ্কিত স্টেডিয়াম চান ইনফান্তিনো

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 70

পুবের কলম, ওয়েব ডেস্ক: স্যান্তোসের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে পেলেকে শেষ শ্রদ্ধা জানালেন তাঁর অগণিত ভক্তরা। তার পরই মঙ্গলবার পড়ন্ত বিকেলে হল তাঁর শেষকৃত্যানুষ্ঠান। ফুটবলের সম্রাট পেলের এই শেষকৃত্যে যোগ দিতে সাও পাওলোর স্যান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে উপস্থিত হন ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনুষ্ঠান শেষে ইনফান্তিনো জানান, বিশ্বফুটবল সত্যিকারের একজন রত্নকে হারাল। সেই সঙ্গে তিনি বিশ্বের প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে নিজেদের দেশে পেলের নামে একটি করে স্টেডিয়াম তৈরি করার আবেদন জানান।

ভিলা বেলমিরো স্টেডিয়াম থেকে পেলে একজন বিশ্বসেরা হিসেবে গড়ে ওঠেন। সেখানেই দাঁড়িয়ে বিশ্বের প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম নির্মাণের কথা জানান ইনফান্তিনো। পেলেকে স্মরণীয় করে রাখতে ফিফার পক্ষ থেকে তার নামে একটি স্টেডিয়ামের নামকরণ করার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব প্রতিটি দেশের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তারা যেন নিজেদের একটি স্টেডিয়ামকে পেলের নামে নামকরণ করে। এতে ভবিষ্যৎ প্রজন্ম পেলের গুরুত্ব বুঝতে পারবে।’

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে

এর মাঝে পেলের মরদেহের সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়িয়ে পড়েন ইনফান্তিনো। কেউ কেউ এটাকে অমানবিক বললেও ফিফা প্রেসিডেন্ট তা নিয়ে বিশেষ ভাবতে নারাজ।

আরও পড়ুন: পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ

 

আরও পড়ুন: জীবনকে বদলে দিতে পারে সুরা লোকমান!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের প্রতিটি দেশে পেলের নামাঙ্কিত স্টেডিয়াম চান ইনফান্তিনো

আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: স্যান্তোসের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে পেলেকে শেষ শ্রদ্ধা জানালেন তাঁর অগণিত ভক্তরা। তার পরই মঙ্গলবার পড়ন্ত বিকেলে হল তাঁর শেষকৃত্যানুষ্ঠান। ফুটবলের সম্রাট পেলের এই শেষকৃত্যে যোগ দিতে সাও পাওলোর স্যান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে উপস্থিত হন ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনুষ্ঠান শেষে ইনফান্তিনো জানান, বিশ্বফুটবল সত্যিকারের একজন রত্নকে হারাল। সেই সঙ্গে তিনি বিশ্বের প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে নিজেদের দেশে পেলের নামে একটি করে স্টেডিয়াম তৈরি করার আবেদন জানান।

ভিলা বেলমিরো স্টেডিয়াম থেকে পেলে একজন বিশ্বসেরা হিসেবে গড়ে ওঠেন। সেখানেই দাঁড়িয়ে বিশ্বের প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম নির্মাণের কথা জানান ইনফান্তিনো। পেলেকে স্মরণীয় করে রাখতে ফিফার পক্ষ থেকে তার নামে একটি স্টেডিয়ামের নামকরণ করার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব প্রতিটি দেশের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তারা যেন নিজেদের একটি স্টেডিয়ামকে পেলের নামে নামকরণ করে। এতে ভবিষ্যৎ প্রজন্ম পেলের গুরুত্ব বুঝতে পারবে।’

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে

এর মাঝে পেলের মরদেহের সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়িয়ে পড়েন ইনফান্তিনো। কেউ কেউ এটাকে অমানবিক বললেও ফিফা প্রেসিডেন্ট তা নিয়ে বিশেষ ভাবতে নারাজ।

আরও পড়ুন: পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ

 

আরও পড়ুন: জীবনকে বদলে দিতে পারে সুরা লোকমান!