০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় আসছে ইনফোসিস, বিপুল চাকরির বার্তা

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 16

পুবের কলম,ওয়েবডেস্ক: সম্প্রতি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বড় প্রতিষ্ঠানগুলো একে একে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে। এরই মধ্যে সুখবর নিয়ে এল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস।  এবার কলকাতার বুকে নিজেদের অফিস খুলতে চলেছে এই সংস্থা। সম্প্রতি অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে এই খবরটি জানিয়েছে ইনফোসিস।

বুধবার করা ট্যুইটে সংস্থার তরফে বলা হয়েছে, ‘‘কলকাতা, আমরা আসছি। আমাদের অফিসে শীঘ্রই আপনাদের স্বাগত জানাব। বাকিটা এবং চাকরির সুযোগের বিষয়ে নজর রাখুন।’’।

প্রসঙ্গত  বছর দেড়েক আগে রাজারহাটে  প্রস্তাবিত তথ্যপ্রযুক্তি প্রকল্পের ভূমিপুজো সেরে ফেলেছিল সংস্থা। এতদিনে কলকাতায় কর্মকাণ্ড শুরুর কথা জানানো হল ইনফোসিস।

২০১৮ সালের অগাস্ট মাসে ইনফোসিস জানিয়েছিল যে তারা কলকাতায় একটি সফ্টওয়ার উন্নয়ন কেন্দ্র তৈরি করতে চায়। এই সফ্টওয়ার ডেভেলপমেন্ট সেন্টারের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সংস্থা কলকাতার নিউ টাউনে ৫০  একরের জমি নিয়েছে এবং এখানে প্রথমিক ভাবে ১০০০ জন ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে বলেও  জানিয়েছে। যদিও সেই কাজ শুরু হয়নি তখন। পরে শর্থ শিখিলের মাধ্যমে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়। ২০২১ সালে তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রকল্পের ভূমিপুজোর কথাও জানিয়েছিলেন। তার প্রায় দেড় বছর পর এবার সুখবর দিল ইনফোসিস নিজেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় আসছে ইনফোসিস, বিপুল চাকরির বার্তা

আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: সম্প্রতি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বড় প্রতিষ্ঠানগুলো একে একে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে। এরই মধ্যে সুখবর নিয়ে এল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস।  এবার কলকাতার বুকে নিজেদের অফিস খুলতে চলেছে এই সংস্থা। সম্প্রতি অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে এই খবরটি জানিয়েছে ইনফোসিস।

বুধবার করা ট্যুইটে সংস্থার তরফে বলা হয়েছে, ‘‘কলকাতা, আমরা আসছি। আমাদের অফিসে শীঘ্রই আপনাদের স্বাগত জানাব। বাকিটা এবং চাকরির সুযোগের বিষয়ে নজর রাখুন।’’।

প্রসঙ্গত  বছর দেড়েক আগে রাজারহাটে  প্রস্তাবিত তথ্যপ্রযুক্তি প্রকল্পের ভূমিপুজো সেরে ফেলেছিল সংস্থা। এতদিনে কলকাতায় কর্মকাণ্ড শুরুর কথা জানানো হল ইনফোসিস।

২০১৮ সালের অগাস্ট মাসে ইনফোসিস জানিয়েছিল যে তারা কলকাতায় একটি সফ্টওয়ার উন্নয়ন কেন্দ্র তৈরি করতে চায়। এই সফ্টওয়ার ডেভেলপমেন্ট সেন্টারের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সংস্থা কলকাতার নিউ টাউনে ৫০  একরের জমি নিয়েছে এবং এখানে প্রথমিক ভাবে ১০০০ জন ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে বলেও  জানিয়েছে। যদিও সেই কাজ শুরু হয়নি তখন। পরে শর্থ শিখিলের মাধ্যমে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়। ২০২১ সালে তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রকল্পের ভূমিপুজোর কথাও জানিয়েছিলেন। তার প্রায় দেড় বছর পর এবার সুখবর দিল ইনফোসিস নিজেই।