‘উন্মাদ’ বলে খুন হলেন মা, কোপানোর পর জ্বালিয়ে দিল ভারসাম্যহীন ছেলে

- আপডেট : ১১ মার্চ ২০২৪, সোমবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: ছেলের ব্যবহারে বিরক্ত হয়েছিলেন মা। রাগে ছেলেকে উদ্দেশ্য করে ‘উন্মাদ’ বলেন মা। এই শব্দ শুনে ফুঁসে ওঠে মানসিক ভারসাম্যহীন ছেলে। তারপরই চলে নৃশংসতা। মাকে কুপিয়ে খুন করার পর আগুন ধরিয়ে দিল ছেলে। ঘটনাটি গুরুগ্রামের এক অভিজাত আবাসনের। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গুরুগ্রামের বিপুল গ্রিনস নামে অভিজাত আবাসনে থাকতেন সপরিবার। বছর সাতাশের ছেলে অত্রিশ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁকে নিয়ে অশান্তি লেগেই থাকত পরিবারে। এদিন অশান্তির জেরে ছেলেকে ‘উন্মাদ’ বলেন মা রানু শাহ। ছেলে রেগেমেগে মাকে কোপাতে শুরু করে। এই সময় বাড়িতে কেউ না থাকায় তাকে আটকানো যায়নি। আচমকাই ফ্ল্যাট থেকে আগুন বেরতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। রানু শাহকে রক্তাক্ত ও দগ্ধ অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।