০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কৃষ্ণচন্দ্রপুরে আন্ত:বিদ্যালয় প্লাটিনাম জুবিলী ভলিবল প্রতিযোগিতা

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 62

পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্লাটিনাম জুবিলী উপলক্ষে এক আকর্ষণীয় আন্তঃবিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুল সংলগ্ন বিবেকানন্দ ময়দানে। মথুরাপুর ১ ও ২, জয়নগর, মন্দিরবাজার এবং কুলপি ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল, মনিরতট রাইমনি ইন্সটিটিউশন, জয়নগর ইনস্টিটিউশন, মথুরাপুর আর্য্য বিদ্যাপীঠ, খাঁড়াপাড়া হাইস্কুল, চৈতন্যপুর দেশগৌরব বিদ্যমন্দির, কামারপোতা আর কে বিদ্যামন্দির এবং করঞ্জলী বি কে ইনস্টিটিউশন মিলিয়ে আটটি টিম অংশগ্রহণ করে।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনবত্ব

ফাইনালে মনিরতট রাইমনি ইনস্টিটিউশন ও জয়নগর ইনস্টিটিউশন মুখোমুখি হয়। জয়নগর ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়। প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন: পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

 

আরও পড়ুন: দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

এ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধানশিক্ষক জানান, প্রত্যেকটি অংশগ্রহণকারী বিদ্যালয়কে একটি করে প্লাটিনাম জুবিলী স্মারক তুলে দেওয়া হয়েছে। ম্যান অফ দ্যা সিরিজ হন জয়নগর ইনস্টিটিউশনের মানস হালদার এবং ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ হন মনিরতট রাইমনি ইনস্টিটিউশনের মৃদুল নস্কর।

 

খেলায় উপস্থিত ছিলেন বাপি হালদার, সুকুমার মালি, শশাঙ্ক শিখন নিয়োগী, শফিউদ্দিন খান, সুপ্রিয় রায়, দীপক হালদার, সুদর্শন হালদার, সচ্চিদানন্দ নাইয়া, শুভময় হালদার এবং শ্রী ইন্দ্রনীল বৈদ্য। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অতিথিবৃন্দের জন্য প্রীতিভোজের ব্যবস্থা ছিল। উল্লেখ্য, এই মাঠেই আগামীকাল মানে বুধবার শিক্ষক ও শিক্ষাদের আন্ত: বিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৃষ্ণচন্দ্রপুরে আন্ত:বিদ্যালয় প্লাটিনাম জুবিলী ভলিবল প্রতিযোগিতা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্লাটিনাম জুবিলী উপলক্ষে এক আকর্ষণীয় আন্তঃবিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুল সংলগ্ন বিবেকানন্দ ময়দানে। মথুরাপুর ১ ও ২, জয়নগর, মন্দিরবাজার এবং কুলপি ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল, মনিরতট রাইমনি ইন্সটিটিউশন, জয়নগর ইনস্টিটিউশন, মথুরাপুর আর্য্য বিদ্যাপীঠ, খাঁড়াপাড়া হাইস্কুল, চৈতন্যপুর দেশগৌরব বিদ্যমন্দির, কামারপোতা আর কে বিদ্যামন্দির এবং করঞ্জলী বি কে ইনস্টিটিউশন মিলিয়ে আটটি টিম অংশগ্রহণ করে।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনবত্ব

ফাইনালে মনিরতট রাইমনি ইনস্টিটিউশন ও জয়নগর ইনস্টিটিউশন মুখোমুখি হয়। জয়নগর ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়। প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন: পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

 

আরও পড়ুন: দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

এ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধানশিক্ষক জানান, প্রত্যেকটি অংশগ্রহণকারী বিদ্যালয়কে একটি করে প্লাটিনাম জুবিলী স্মারক তুলে দেওয়া হয়েছে। ম্যান অফ দ্যা সিরিজ হন জয়নগর ইনস্টিটিউশনের মানস হালদার এবং ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ হন মনিরতট রাইমনি ইনস্টিটিউশনের মৃদুল নস্কর।

 

খেলায় উপস্থিত ছিলেন বাপি হালদার, সুকুমার মালি, শশাঙ্ক শিখন নিয়োগী, শফিউদ্দিন খান, সুপ্রিয় রায়, দীপক হালদার, সুদর্শন হালদার, সচ্চিদানন্দ নাইয়া, শুভময় হালদার এবং শ্রী ইন্দ্রনীল বৈদ্য। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অতিথিবৃন্দের জন্য প্রীতিভোজের ব্যবস্থা ছিল। উল্লেখ্য, এই মাঠেই আগামীকাল মানে বুধবার শিক্ষক ও শিক্ষাদের আন্ত: বিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।