২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২৭ ডিসেম্বর থেকে প্রাথমিকের টেটের ইন্টারভিউ শুরু

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 177

       দেখে নিন এক নজরে    

                                                                                                    

ব্ল্যাক বোর্ডে পড়ানোর পদ্ধতি দেখাতে হবে

নম্বর সরাসরি পর্ষদের সার্ভারে জমা হবে

গোটা ইন্টারভিয়ের ভিয়োগ্রাফি হবে

 

পুবের কলম ওয়েব ডেস্কঃ  মঙ্গলবার থেকে শুরু হবে প্রাথমিকের টেটের ইন্টারভিউ। প্রাথমিক শিক্ষা পর্ষদ  আগেই  ঘোষণা করেছিল ডিসেম্বর মাসের শেষে ইন্টারভিউ শুরু হবে। প্রথম দিন, দুশোরও বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেবে পর্ষদ।  ইতিমধ্যে ইন্টারভিউ-এর বিস্তারিত গত সপ্তাহে জানিয়ে দিয়েছে  পর্ষদ। এদিন পর্ষদ সূত্রে আরও জানা গিয়েছে, ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০১২-২০১৪-২০১৭ টেট প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করেছেন। তাদের এই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে।

পর্ষদের আধিকারিকদের বক্তব্য, পর্যায়ক্রমে এক মাসের মধ্যেই আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে নেওয়া সম্ভব। যদিও ২৭শে ডিসেম্বরের পর আবার কবে ইন্টারভিউ তারিখ দেওয়া হবে, তা অবশ্য পরে জানানো হবে জানিয়েছে পর্ষদের তরফ। জানুয়ারি মাসেও একাধিক দিন ধার্য করা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য।

 এদিকে পর্ষদ জানিয়েছে, গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। একই সঙ্গে ভাইভার ভিডিওগ্রাফি করা হবে। আরও জানানো হয়েছে, প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় ব্ল্যাকবোর্ডে লিখে দেখাতে   হবে। পাশাপাশি ইন্টারভিউয়ের নম্বর অনলাইনে আপলোড করা হবে। সঙ্গে সঙ্গে তা পর্ষদের সার্ভারে জমা  হয়ে যাবে। পুরো ইন্টারভিউ প্রক্রিয়া আদালতের নির্দেশ মেনে স্বচ্ছতা বজায় থাকবে বলে জানিয়েছে পর্ষদ।

আরও পড়ুন: আইপিএল: উদ্বোধনী ম্যাচে নাইটদের প্রতিপক্ষ আরসিবি!

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৭ ডিসেম্বর থেকে প্রাথমিকের টেটের ইন্টারভিউ শুরু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার

       দেখে নিন এক নজরে    

                                                                                                    

ব্ল্যাক বোর্ডে পড়ানোর পদ্ধতি দেখাতে হবে

নম্বর সরাসরি পর্ষদের সার্ভারে জমা হবে

গোটা ইন্টারভিয়ের ভিয়োগ্রাফি হবে

 

পুবের কলম ওয়েব ডেস্কঃ  মঙ্গলবার থেকে শুরু হবে প্রাথমিকের টেটের ইন্টারভিউ। প্রাথমিক শিক্ষা পর্ষদ  আগেই  ঘোষণা করেছিল ডিসেম্বর মাসের শেষে ইন্টারভিউ শুরু হবে। প্রথম দিন, দুশোরও বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেবে পর্ষদ।  ইতিমধ্যে ইন্টারভিউ-এর বিস্তারিত গত সপ্তাহে জানিয়ে দিয়েছে  পর্ষদ। এদিন পর্ষদ সূত্রে আরও জানা গিয়েছে, ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০১২-২০১৪-২০১৭ টেট প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করেছেন। তাদের এই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে।

পর্ষদের আধিকারিকদের বক্তব্য, পর্যায়ক্রমে এক মাসের মধ্যেই আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে নেওয়া সম্ভব। যদিও ২৭শে ডিসেম্বরের পর আবার কবে ইন্টারভিউ তারিখ দেওয়া হবে, তা অবশ্য পরে জানানো হবে জানিয়েছে পর্ষদের তরফ। জানুয়ারি মাসেও একাধিক দিন ধার্য করা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য।

 এদিকে পর্ষদ জানিয়েছে, গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। একই সঙ্গে ভাইভার ভিডিওগ্রাফি করা হবে। আরও জানানো হয়েছে, প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় ব্ল্যাকবোর্ডে লিখে দেখাতে   হবে। পাশাপাশি ইন্টারভিউয়ের নম্বর অনলাইনে আপলোড করা হবে। সঙ্গে সঙ্গে তা পর্ষদের সার্ভারে জমা  হয়ে যাবে। পুরো ইন্টারভিউ প্রক্রিয়া আদালতের নির্দেশ মেনে স্বচ্ছতা বজায় থাকবে বলে জানিয়েছে পর্ষদ।

আরও পড়ুন: আইপিএল: উদ্বোধনী ম্যাচে নাইটদের প্রতিপক্ষ আরসিবি!