১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় কে আনফলো করল আইপ্যাক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 12

পুবের কলম ওয়েবডেস্ক: আইপ্যাকের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ফলো করা বন্ধ  হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের  সঙ্গে দূরত্ব বেড়েছে মমতা সহ দলের শীর্ষ প্রবীণ নেতাদের।বৃহস্পতিবার পর্যন্ত মোট  ৭৭টি সংস্থা ফলো করত মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্ট, শুক্রবার দেখা যাচ্ছে মোট ৭৬টি সংস্থা ফলো করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট। কোন সংস্থা আনফলো করল তার খোঁজ নিতে গিয়ে দেখা যায় আইপ্যাক আনফলো করেছে।

তবে কি বিচ্ছেদ আসন্ন আইপ্যাকের সঙ্গে? পিকের সংস্থা আইপ্যাকের কার্যপদ্ধতি নিয়ে দলের শীর্ষনেতাদের একাংশ যারপরনাই রুষ্ট।মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই কথা জানিয়েছেন তাঁরা।এর আগে বাংলা,  ত্রিপুরা, মেঘালয়তে কাজ না করার বার্তা মমতাকে পাঠান পিকে।ক্ষুদ্ধ দলনেত্রী থ্যাঙ্ক ইউ লিখে পাল্টা বার্তা দেন।

আরও পড়ুন: ২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূলঃ মমতা

তৃণমূল সূত্রের খবর পুরো ঘটনা নিয়ে যথেষ্ট বিরক্ত দলনেত্রী। তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন আইপ্যাককে কাজ করার জন্য। কিন্তু  এখন তারা দলের অভ্যন্তরীণ বিষয় নিয়েও মাথা ঘামাতে শুরু করেছে। আইপ্যাককে নিয়ে আর চলবে না তৃণমূল এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই অবশ্য আনফলো করে নিজেদের সিদ্ধান্ত একপ্রকার জানিয়ে দিল আইপ্যাক।

আরও পড়ুন: ‘পল্টুরাম’ নীতীশ, ফের ভাঙবে নীতীশ-এনডিএ জোট, ভবিষৎবাণী প্রশান্ত কিশোরের

আরও পড়ুন: এবার ‘ পারিবারিক পেনশনে’ নয়া সিন্ধান্ত রাজ্যের, জানুন বিস্তারিত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় কে আনফলো করল আইপ্যাক

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: আইপ্যাকের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ফলো করা বন্ধ  হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের  সঙ্গে দূরত্ব বেড়েছে মমতা সহ দলের শীর্ষ প্রবীণ নেতাদের।বৃহস্পতিবার পর্যন্ত মোট  ৭৭টি সংস্থা ফলো করত মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্ট, শুক্রবার দেখা যাচ্ছে মোট ৭৬টি সংস্থা ফলো করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট। কোন সংস্থা আনফলো করল তার খোঁজ নিতে গিয়ে দেখা যায় আইপ্যাক আনফলো করেছে।

তবে কি বিচ্ছেদ আসন্ন আইপ্যাকের সঙ্গে? পিকের সংস্থা আইপ্যাকের কার্যপদ্ধতি নিয়ে দলের শীর্ষনেতাদের একাংশ যারপরনাই রুষ্ট।মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই কথা জানিয়েছেন তাঁরা।এর আগে বাংলা,  ত্রিপুরা, মেঘালয়তে কাজ না করার বার্তা মমতাকে পাঠান পিকে।ক্ষুদ্ধ দলনেত্রী থ্যাঙ্ক ইউ লিখে পাল্টা বার্তা দেন।

আরও পড়ুন: ২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূলঃ মমতা

তৃণমূল সূত্রের খবর পুরো ঘটনা নিয়ে যথেষ্ট বিরক্ত দলনেত্রী। তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন আইপ্যাককে কাজ করার জন্য। কিন্তু  এখন তারা দলের অভ্যন্তরীণ বিষয় নিয়েও মাথা ঘামাতে শুরু করেছে। আইপ্যাককে নিয়ে আর চলবে না তৃণমূল এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই অবশ্য আনফলো করে নিজেদের সিদ্ধান্ত একপ্রকার জানিয়ে দিল আইপ্যাক।

আরও পড়ুন: ‘পল্টুরাম’ নীতীশ, ফের ভাঙবে নীতীশ-এনডিএ জোট, ভবিষৎবাণী প্রশান্ত কিশোরের

আরও পড়ুন: এবার ‘ পারিবারিক পেনশনে’ নয়া সিন্ধান্ত রাজ্যের, জানুন বিস্তারিত