১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধোনির সততায় মুগ্ধ আইপিএল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার
  • / 44

পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএলে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা এখন তুঙ্গে। চেন্নাই সুপার কিংস এর দায়িত্ব ছেড়েছেন তিনি।  কিন্তু তা স্বত্তেও লাইমলাইট এর সমস্ত ফোকাস তার দিকে। রবিবার পাঞ্জাব কিংসের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ম্যাচে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নিয়েছেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। প্রথমত জন্টি রোডস এর মত একটি রান আউট করে ধোনি বুঝিয়ে দিয়েছেন এই বয়সেও তিনি শারীরিকভাবে কতটা সক্ষম ।

পাশাপাশি দুনিয়াতে মহান কাজ করেছেন এই ম্যাচে। বোলিং করছিলেন  প্রিটোরিয়াস। ব্যাট করছিলেন লিভিংস্টোন। বলটা লিভিংস্টোনের ব্যাটের কোণে লেগে চলে যায় ধোনির হাতে। এম এস সেই বল তালুবন্দী করেন দুর্দান্ত ড্রাইভ দিয়ে। কিন্তু ধ্বনি নিশ্চিত ছিলেন না এই বলে সেটি আউট হয়েছে বলে। কারন বলটা তিনি ধরলেও তা পরবর্তীকালে মাটি টাচ করেছে। প্রিটোরিয়াস ক্যাচ এর আবেদন করেন। আম্পয়ার আউট তুলতে যাচ্ছিলেন।

কিন্তু  ধোনি নিজেই লেগ আম্পায়ারের কাছে জানান সেটি আউট নয়। সেটি যদি আউট হতো তাহলে ধোনি নিজেই অ্যাম্পিয়ারের কাছে আউটের জন্য আপিল করতেন এবং রিভিউ নিতেন। ধোনি সেটা করতেই পারতেন। বল ব্যাটেও লেগেছিল। কিন্তু ধোনি সেটি করলেন না। তিনি নিজেই জানালেন ওটি আউট নয়। ধোনির এই মহানুভবতায় মাঠের মধ্যে উপস্থিত সকলে তো বটেই দর্শন থেকেও দেখা গেল সেই শ্রদ্ধার বহিঃপ্রকাশ। চেন্নাই হেরে গেলেও দুটি ঘটনাতেই এদিন গোটা মাঠের মন কেড়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। তার সততার তারিফ করছেন  সকলেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধোনির সততায় মুগ্ধ আইপিএল

আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএলে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা এখন তুঙ্গে। চেন্নাই সুপার কিংস এর দায়িত্ব ছেড়েছেন তিনি।  কিন্তু তা স্বত্তেও লাইমলাইট এর সমস্ত ফোকাস তার দিকে। রবিবার পাঞ্জাব কিংসের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ম্যাচে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নিয়েছেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। প্রথমত জন্টি রোডস এর মত একটি রান আউট করে ধোনি বুঝিয়ে দিয়েছেন এই বয়সেও তিনি শারীরিকভাবে কতটা সক্ষম ।

পাশাপাশি দুনিয়াতে মহান কাজ করেছেন এই ম্যাচে। বোলিং করছিলেন  প্রিটোরিয়াস। ব্যাট করছিলেন লিভিংস্টোন। বলটা লিভিংস্টোনের ব্যাটের কোণে লেগে চলে যায় ধোনির হাতে। এম এস সেই বল তালুবন্দী করেন দুর্দান্ত ড্রাইভ দিয়ে। কিন্তু ধ্বনি নিশ্চিত ছিলেন না এই বলে সেটি আউট হয়েছে বলে। কারন বলটা তিনি ধরলেও তা পরবর্তীকালে মাটি টাচ করেছে। প্রিটোরিয়াস ক্যাচ এর আবেদন করেন। আম্পয়ার আউট তুলতে যাচ্ছিলেন।

কিন্তু  ধোনি নিজেই লেগ আম্পায়ারের কাছে জানান সেটি আউট নয়। সেটি যদি আউট হতো তাহলে ধোনি নিজেই অ্যাম্পিয়ারের কাছে আউটের জন্য আপিল করতেন এবং রিভিউ নিতেন। ধোনি সেটা করতেই পারতেন। বল ব্যাটেও লেগেছিল। কিন্তু ধোনি সেটি করলেন না। তিনি নিজেই জানালেন ওটি আউট নয়। ধোনির এই মহানুভবতায় মাঠের মধ্যে উপস্থিত সকলে তো বটেই দর্শন থেকেও দেখা গেল সেই শ্রদ্ধার বহিঃপ্রকাশ। চেন্নাই হেরে গেলেও দুটি ঘটনাতেই এদিন গোটা মাঠের মন কেড়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। তার সততার তারিফ করছেন  সকলেই।