৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

IPL উদ্বোধনীতে শাহরুখের সঙ্গে ইডেনে সালমান

ইমামা খাতুন
  • আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
  • / 437

পুবের কলম প্রতিবেদক: গতবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। সেই মতো টিম কেকেআর-এর হোম গ্রাউন্ড কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে এবারের আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচ। আর সেই ম্যাচে অজিঙ্কা রাহানের টিম নাইট রাইডার্সের মুখোমুখি হবে বিরাট কোহলির আরসিবি। এই ম্যাচের মাধ্যমে ইডেন গার্ডেন্সে পর্দা উঠতে চলেছে আইপিএলের ১৮তম আসরের। আর এই ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণ করবেন অভিনেতা বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরের পাশাপাশি বলিউডের প্রথম সারির গায়ক অরিজিৎ সিং।

আরও পড়ুন: আইপিএল প্রতি ৫ সেকেন্ডে বিজ্ঞাপনের দর ১১ লক্ষ টাকা

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

শোনা যাচ্ছে, ওই ম্যাচে নিজের দলকে সমর্থন করতে ইডেনের গ্যালারিতে হাজির হবেন বলিউড বাদশা শাহরুখ খান। তার সঙ্গে নাকি গ্যালারিতে থাকার কথা রয়েছে বলিউডের ভাইজান সালমান খানের। যেহেতু, সালমান খানের কলকাতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, শোনা গিয়েছে তার সঙ্গে হাজির থাকবেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, দিশা পাটানী, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, করিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং সঞ্জয় দত্ত। আইপিএল (IPL) অনুষ্ঠানে অরিজিৎ সিংয়ের সঙ্গে মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল, করণ অউজলা। এছাড়া আমেরিকার এক নম্বর পপ ব্যান্ড ‘ওয়ান রিপাবলিক’ পারফর্ম করবে। ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটানীর সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। যেখানে তাদের সঙ্গে দেবেন বরুণ ও শ্রদ্ধা।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

IPL উদ্বোধনীতে শাহরুখের সঙ্গে ইডেনে সালমান

আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: গতবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। সেই মতো টিম কেকেআর-এর হোম গ্রাউন্ড কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে এবারের আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচ। আর সেই ম্যাচে অজিঙ্কা রাহানের টিম নাইট রাইডার্সের মুখোমুখি হবে বিরাট কোহলির আরসিবি। এই ম্যাচের মাধ্যমে ইডেন গার্ডেন্সে পর্দা উঠতে চলেছে আইপিএলের ১৮তম আসরের। আর এই ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণ করবেন অভিনেতা বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরের পাশাপাশি বলিউডের প্রথম সারির গায়ক অরিজিৎ সিং।

আরও পড়ুন: আইপিএল প্রতি ৫ সেকেন্ডে বিজ্ঞাপনের দর ১১ লক্ষ টাকা

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

শোনা যাচ্ছে, ওই ম্যাচে নিজের দলকে সমর্থন করতে ইডেনের গ্যালারিতে হাজির হবেন বলিউড বাদশা শাহরুখ খান। তার সঙ্গে নাকি গ্যালারিতে থাকার কথা রয়েছে বলিউডের ভাইজান সালমান খানের। যেহেতু, সালমান খানের কলকাতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, শোনা গিয়েছে তার সঙ্গে হাজির থাকবেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, দিশা পাটানী, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, করিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং সঞ্জয় দত্ত। আইপিএল (IPL) অনুষ্ঠানে অরিজিৎ সিংয়ের সঙ্গে মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল, করণ অউজলা। এছাড়া আমেরিকার এক নম্বর পপ ব্যান্ড ‘ওয়ান রিপাবলিক’ পারফর্ম করবে। ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটানীর সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। যেখানে তাদের সঙ্গে দেবেন বরুণ ও শ্রদ্ধা।

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..