১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মাটিতেই আইপিএল, জানালেন সৌরভ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 84

পুবের কলম ওয়েবডেস্কঃ  কয়েকদিনের মধ্যে বসতে চলেছে আসন্ন আইপিএলের জন্য নিলামের আসর। তবে প্রতিযোগিতা কোথায় আয়োজিত হবে– তা নিয়ে জল্পনা চলছিলই। এদিকে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন– ভারতের মাটিতেই এ বারের আইপিএল আয়োজিত হবে। উল্লে্যূ– দুটি নতুন দলের অর্ন্তভুক্তিতে এ বারের আইপিএল হবে ১০ দলের।

এক সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন– ‘ভারতের মাটিতেই এ বার আইপিএল আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতির দিকে নজর রাূতে হবে। সব কিছু ঠিক থাকলে মুম্বই আর পুণেতে লিগ পর্যায়ের ম্যাচগুলি খেলা হবে। নক-আউট পর্বের ম্যাচ কোথায় হবে–  সে নিয়ে  পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’  বিসিসিআই অবশ্য এখনও  আইপিএলের সূচী ঘোষণা করেনি। মনে করা হচ্ছে– মার্চ মাসের শেষের দিকে প্রতিযোগিতা শুরু হবে। তার আগে দেশের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি আয়োজন কববে বিসিসিআই। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে  শুরু হবে রঞ্জি। প্রসঙ্গত– গতবার আইপিএল দেশের মাটিতে শুরু হলেও কোভিডের কারণে পরে তা সরে যায় সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে। এখনও  দেশে করোনা দাপট দেখাচ্ছে। তাই  কোথায় প্রতিযোগিতা হবে তা নিয়ে সংশয় ছিল। সৌরভ এ দিন সেই জল্পনায় জল ঢেলে দেন।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

গ্রুপ  পর্বের ম্যাচের আয়োজনের জন্য মুম্বইকে বেছে নেওয়ার প্রধান কারণ সেখানে  কোভিডের  সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তা ছাড়া মুম্বইয়ে  খেলা হলে সেখানে  তিনটি স্টেডিয়াম – ওয়াংখেড়ে– ব্র্যাবোর্ন এবং ডি ওয়াই পাটিল পাওয়া  যাবে। এই সুবিধা অন্য শহরে নেই।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

 

আরও পড়ুন: বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের মাটিতেই আইপিএল, জানালেন সৌরভ

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  কয়েকদিনের মধ্যে বসতে চলেছে আসন্ন আইপিএলের জন্য নিলামের আসর। তবে প্রতিযোগিতা কোথায় আয়োজিত হবে– তা নিয়ে জল্পনা চলছিলই। এদিকে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন– ভারতের মাটিতেই এ বারের আইপিএল আয়োজিত হবে। উল্লে্যূ– দুটি নতুন দলের অর্ন্তভুক্তিতে এ বারের আইপিএল হবে ১০ দলের।

এক সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন– ‘ভারতের মাটিতেই এ বার আইপিএল আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতির দিকে নজর রাূতে হবে। সব কিছু ঠিক থাকলে মুম্বই আর পুণেতে লিগ পর্যায়ের ম্যাচগুলি খেলা হবে। নক-আউট পর্বের ম্যাচ কোথায় হবে–  সে নিয়ে  পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’  বিসিসিআই অবশ্য এখনও  আইপিএলের সূচী ঘোষণা করেনি। মনে করা হচ্ছে– মার্চ মাসের শেষের দিকে প্রতিযোগিতা শুরু হবে। তার আগে দেশের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি আয়োজন কববে বিসিসিআই। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে  শুরু হবে রঞ্জি। প্রসঙ্গত– গতবার আইপিএল দেশের মাটিতে শুরু হলেও কোভিডের কারণে পরে তা সরে যায় সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে। এখনও  দেশে করোনা দাপট দেখাচ্ছে। তাই  কোথায় প্রতিযোগিতা হবে তা নিয়ে সংশয় ছিল। সৌরভ এ দিন সেই জল্পনায় জল ঢেলে দেন।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

গ্রুপ  পর্বের ম্যাচের আয়োজনের জন্য মুম্বইকে বেছে নেওয়ার প্রধান কারণ সেখানে  কোভিডের  সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তা ছাড়া মুম্বইয়ে  খেলা হলে সেখানে  তিনটি স্টেডিয়াম – ওয়াংখেড়ে– ব্র্যাবোর্ন এবং ডি ওয়াই পাটিল পাওয়া  যাবে। এই সুবিধা অন্য শহরে নেই।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

 

আরও পড়ুন: বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ