৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“পরিবারকে অসম্মানিত করছেন ইরা”, বিবৃতি দিলেন বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্য

পুবের কলম ওয়েবডেস্কঃ ডানলপের ফুটপাতে দিন কাটাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু। বুদ্ধদেব বাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের আপন ছোট বোন তিনি।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ইরা বসু নিজে ছিলেন খড়দহের প্রিয়নাথ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। ডক্টরেট করেছেন ভাইরোলজিতে।

"পরিবারকে অসম্মানিত করছেন ইরা", বিবৃতি দিলেন বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্য

এবার নিজের বোনকে নিয়ে মুখ খুললেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। বিবৃতিও দিলেন তিনি। বিবৃতিতে তিনি বলেন অজানা কারণে’ ফুটপাতে বসবাস করছেন ইরা। তাঁর মতে, ‘প্রাপ্তবয়স্ক যে কোনও মানুষের এই অধিকার আছে।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘পরিবারের কারও কথা কোনও দিন শোনেননি ইরা। নিজের ইচ্ছামতো জীবনযাপন করেছেন। এই আচরণের জন্য উনি পরিবারের সকলকে অসম্মানিত করছেন।’
মীরা দেবি আরও বলেন সল্টলেকে নিজের বাড়ি আছে তাঁর ছোটবোন ইরার, কোন আর্থিক অস্বচ্ছতাও নেই বলে দাবি করেছেন মীরা ভট্টাচার্য। শহরের এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ইরা বসু। পুলিশ তাকে ওই হাসপাতালে ভর্তি করে।

সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“পরিবারকে অসম্মানিত করছেন ইরা”, বিবৃতি দিলেন বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্য

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ডানলপের ফুটপাতে দিন কাটাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু। বুদ্ধদেব বাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের আপন ছোট বোন তিনি।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ইরা বসু নিজে ছিলেন খড়দহের প্রিয়নাথ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। ডক্টরেট করেছেন ভাইরোলজিতে।

"পরিবারকে অসম্মানিত করছেন ইরা", বিবৃতি দিলেন বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্য

এবার নিজের বোনকে নিয়ে মুখ খুললেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। বিবৃতিও দিলেন তিনি। বিবৃতিতে তিনি বলেন অজানা কারণে’ ফুটপাতে বসবাস করছেন ইরা। তাঁর মতে, ‘প্রাপ্তবয়স্ক যে কোনও মানুষের এই অধিকার আছে।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘পরিবারের কারও কথা কোনও দিন শোনেননি ইরা। নিজের ইচ্ছামতো জীবনযাপন করেছেন। এই আচরণের জন্য উনি পরিবারের সকলকে অসম্মানিত করছেন।’
মীরা দেবি আরও বলেন সল্টলেকে নিজের বাড়ি আছে তাঁর ছোটবোন ইরার, কোন আর্থিক অস্বচ্ছতাও নেই বলে দাবি করেছেন মীরা ভট্টাচার্য। শহরের এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ইরা বসু। পুলিশ তাকে ওই হাসপাতালে ভর্তি করে।