১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তেহরানের কাছে ইসরায়েলের সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার
  • / 330

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরায়েলের সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ভারামিন শহরের আকাশসীমায় এই বিমানটি গুলি করে নামানো হয়।

ঘটনাটি সম্পর্কে ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেইন আব্বাসি জানান, বুধবার সকালে ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলি যুদ্ধবিমানটিকে ভূপাতিত করে। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-তেও এই খবর নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। সেই থেকে শুরু হয়েছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা। ইরান এর আগেও দাবি করেছে, তারা ইসরায়েলের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে এই এফ-৩৫ সর্বশেষ।

আরও পড়ুন: ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর

উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ও স্টেলথ প্রযুক্তিসম্পন্ন বিমান, যা রাডারে সহজে ধরা পড়ে না। বিশ্বের কয়েকটি সামরিক শক্তিধর দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করে থাকে।

আরও পড়ুন: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান 

তেহরানের দাবি, এই ঘটনা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ। তবে এ বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: মুসলিম দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক: খামেনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেহরানের কাছে ইসরায়েলের সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরায়েলের সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ভারামিন শহরের আকাশসীমায় এই বিমানটি গুলি করে নামানো হয়।

ঘটনাটি সম্পর্কে ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেইন আব্বাসি জানান, বুধবার সকালে ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলি যুদ্ধবিমানটিকে ভূপাতিত করে। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-তেও এই খবর নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। সেই থেকে শুরু হয়েছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা। ইরান এর আগেও দাবি করেছে, তারা ইসরায়েলের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে এই এফ-৩৫ সর্বশেষ।

আরও পড়ুন: ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর

উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ও স্টেলথ প্রযুক্তিসম্পন্ন বিমান, যা রাডারে সহজে ধরা পড়ে না। বিশ্বের কয়েকটি সামরিক শক্তিধর দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করে থাকে।

আরও পড়ুন: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান 

তেহরানের দাবি, এই ঘটনা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ। তবে এ বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: মুসলিম দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক: খামেনি