পুবের কলম, ওয়েবডেস্ক: হরমুজ প্রণালি থেকে তেলবাহী বাণিজ্যিক জাহাজ বাজেয়াপ্ত করল ইরান। শুক্রবার হরমুজ প্রণালি থেকে একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজ বাজেয়াপ্ত করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুর যাচ্ছিল বলে খবর। শনিবার ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ট্যাংকারটি আইন লঙ্ঘন করে উচ্চ সালফারযুক্ত জ্বালানি বহন করছিল। এদিকে জাহাজটি পরিচালনাকারী সংস্থা অবশ্য জানিয়েছে, শুক্রবার সকালে ট্যাংকারটি শারজাহের খোরফাক্কান বন্দরের উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে যাওয়ার পর ক্রুদের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে রওনা হয়ে হরমুজ প্রণালি পৌঁছার পর পর তিনটি ছোট নৌকা জাহাজটিকে ঘিরে ফেলে। এ সময় ট্যাংকারটি হঠাৎ দিক পরিবর্তন করে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রি।

































