৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“ যোগসাজশ ছাড়া কি এই ব্যবসা সম্ভব” বাজেয়াপ্ত গুজরাত ত্থেকে আসা বিপুল মাদক, শাসক দল বিজেপিকে খোঁচা কেজরির

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার
  • / 34

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় শাসক দল বিজেপির বিরুদ্ধে বিপুল তোপ দাগলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজের ট্যুইটার হ্যান্ডেলে কেজরি লেখেন “কে গুজরাতে  এত বড় পরিসরে মাদক আনছে? কে এই ব্যবসার মালিক? কল্পনা করুন যে আপনাকে কত দিন হাজতে থাকতে হবে? ধরা না পড়েই বেরিয়ে যাচ্ছেন। শীর্ষস্থানীয়দের যোগসাজশ ছাড়া এত বড় পরিসরে মাদকের ব্যবসা কি সম্ভব? আপনারা দেশের যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন।”

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

রবিবার পঞ্জাব পুলিশ প্রায় ৩৮ কেজি হেরোইন বাজেয়াপ্ত করে। গুজরাত থেকে জলপথে ওই বিশাল পরিমাণ মাদক আসছিল।ইতিমধ্যেই দুই চোরাকারবারীকে গ্রেফতার  করা হয়েছে, পুরো ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে সোনু খত্রীকে,   ভারতের বাইরে রয়েছে সোনু।   শীর্ষ পুলিশ কর্তা গৌরব যাদব বলেন  “রাজ্যটির মাদক পাচারকারীদের আন্তর্জাতিক যোগ রয়েছে। আমরা তদন্ত শুরু করেছি যত তাড়াতাড়ি সম্ভব আরও তথ্য সামনে আসবে”।

 

অন্যদিকে গ্রেফতার হওয়া   দুই ব্যক্তির নাম বিট্টু এবং কুলবিন্দর রাম।  বালাচৌরের বাসিন্দা। বিট্টু  কিন্দা নামেও পরিচিত, পেশায় একজন ট্রাক চালক৷ পঞ্জাব পুলিশ জানিয়েছে ট্রাকে করে একরাজ্য থেকে অপর রাজ্যে এরা মাদক পাচার করে থাকে। উলেক্ষ্য গত সপ্তাহেই বিপুল পরিমাণ মাদক গুজরাত থেকে উদ্ধার হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ইস্যুতে তীব্র কটাক্ষও করেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি। গুজরাত থেকে একের পর এক মাদক বাজেয়াপ্ত হওয়ার পরেও কেন মোদি চুপ সেই প্রশ্ন তোলেন রাহুল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“ যোগসাজশ ছাড়া কি এই ব্যবসা সম্ভব” বাজেয়াপ্ত গুজরাত ত্থেকে আসা বিপুল মাদক, শাসক দল বিজেপিকে খোঁচা কেজরির

আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় শাসক দল বিজেপির বিরুদ্ধে বিপুল তোপ দাগলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজের ট্যুইটার হ্যান্ডেলে কেজরি লেখেন “কে গুজরাতে  এত বড় পরিসরে মাদক আনছে? কে এই ব্যবসার মালিক? কল্পনা করুন যে আপনাকে কত দিন হাজতে থাকতে হবে? ধরা না পড়েই বেরিয়ে যাচ্ছেন। শীর্ষস্থানীয়দের যোগসাজশ ছাড়া এত বড় পরিসরে মাদকের ব্যবসা কি সম্ভব? আপনারা দেশের যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন।”

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

রবিবার পঞ্জাব পুলিশ প্রায় ৩৮ কেজি হেরোইন বাজেয়াপ্ত করে। গুজরাত থেকে জলপথে ওই বিশাল পরিমাণ মাদক আসছিল।ইতিমধ্যেই দুই চোরাকারবারীকে গ্রেফতার  করা হয়েছে, পুরো ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে সোনু খত্রীকে,   ভারতের বাইরে রয়েছে সোনু।   শীর্ষ পুলিশ কর্তা গৌরব যাদব বলেন  “রাজ্যটির মাদক পাচারকারীদের আন্তর্জাতিক যোগ রয়েছে। আমরা তদন্ত শুরু করেছি যত তাড়াতাড়ি সম্ভব আরও তথ্য সামনে আসবে”।

 

অন্যদিকে গ্রেফতার হওয়া   দুই ব্যক্তির নাম বিট্টু এবং কুলবিন্দর রাম।  বালাচৌরের বাসিন্দা। বিট্টু  কিন্দা নামেও পরিচিত, পেশায় একজন ট্রাক চালক৷ পঞ্জাব পুলিশ জানিয়েছে ট্রাকে করে একরাজ্য থেকে অপর রাজ্যে এরা মাদক পাচার করে থাকে। উলেক্ষ্য গত সপ্তাহেই বিপুল পরিমাণ মাদক গুজরাত থেকে উদ্ধার হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ইস্যুতে তীব্র কটাক্ষও করেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি। গুজরাত থেকে একের পর এক মাদক বাজেয়াপ্ত হওয়ার পরেও কেন মোদি চুপ সেই প্রশ্ন তোলেন রাহুল।