১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় আইএসের অতর্কিত হামলায় মার্কিন সেনাসহ নিহত ৩

 

সিরিয়ায় ইসলামিক স্টেটের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। হামলায় আরও তিন মার্কিন সেনা আহত হন। পাল্টা অভিযানে হামলায় অংশ নেওয়া এক আইএস সদস্যকে হত্যা করা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, সিরিয়ার পালমিরা অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, হামলাস্থলটি এমন এক এলাকায়, যেখানে সিরিয়ার সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নেই। প্রাথমিক তদন্তে হামলার জন্য আইএসকেই দায়ী করা হয়েছে।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, বিশ্বের যেখানেই আমেরিকানদের ওপর হামলা চালানো হবে, যুক্তরাষ্ট্র হামলাকারীদের খুঁজে বের করে কঠোর জবাব দেবে।

উল্লেখ্য, আইএসের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক জোটে সম্প্রতি যুক্ত হয়েছে সিরিয়া। এই জোটের উদ্দেশ্য আইএসের অবশিষ্ট শক্তিকে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রোধ করা।

গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্র সফর করেন এবং হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠক করেন। তিনি এ সফরকে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছিলেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিরিয়ায় আইএসের অতর্কিত হামলায় মার্কিন সেনাসহ নিহত ৩

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার

 

সিরিয়ায় ইসলামিক স্টেটের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। হামলায় আরও তিন মার্কিন সেনা আহত হন। পাল্টা অভিযানে হামলায় অংশ নেওয়া এক আইএস সদস্যকে হত্যা করা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, সিরিয়ার পালমিরা অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, হামলাস্থলটি এমন এক এলাকায়, যেখানে সিরিয়ার সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নেই। প্রাথমিক তদন্তে হামলার জন্য আইএসকেই দায়ী করা হয়েছে।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, বিশ্বের যেখানেই আমেরিকানদের ওপর হামলা চালানো হবে, যুক্তরাষ্ট্র হামলাকারীদের খুঁজে বের করে কঠোর জবাব দেবে।

উল্লেখ্য, আইএসের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক জোটে সম্প্রতি যুক্ত হয়েছে সিরিয়া। এই জোটের উদ্দেশ্য আইএসের অবশিষ্ট শক্তিকে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রোধ করা।

গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্র সফর করেন এবং হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠক করেন। তিনি এ সফরকে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছিলেন।