০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ ইসরাইল

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 42

পুবের কলম ওয়েবডেস্কঃ­ ফিলিস্তিনি ভূমি ‘দখলকারী’ যায়নবাদী ইসরাইলকে ফের একবার বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ বলে উল্লেখ করল ইরান। আল কুদস দিবসে ইরানি বিদেশমন্ত্রী হোসেইন আমির আধুল্লাহিয়ান ইসরাইলের তীব্র সমালোচনা করছেন। দখলদারির অবসানকেই ফিলিস্তিনি সমস্যা সমাধানের উপায় হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটের আয়োজন দরকার। তাতে এই ভূখণ্ডের সকল প্রকৃত অধিবাসী ও শরণার্থীদের অংশ নিশ্চিত করতে হবে। ইরানি বিদেশমন্ত্রী বলেন, ফিলিস্তিনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব কুদস দিবস ঘোষণা করেন ইমাম খোমেনি। এটি বিশ্বব্যাপী ফিলিস্তিনি জাতির সঙ্গে একাত্মতা প্রকাশের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করে। কুদস দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দিবসের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আর ইসরাইলি দখলদারির প্রতি ঘৃণা জানানো হয়।

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ ইসরাইল

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ­ ফিলিস্তিনি ভূমি ‘দখলকারী’ যায়নবাদী ইসরাইলকে ফের একবার বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ বলে উল্লেখ করল ইরান। আল কুদস দিবসে ইরানি বিদেশমন্ত্রী হোসেইন আমির আধুল্লাহিয়ান ইসরাইলের তীব্র সমালোচনা করছেন। দখলদারির অবসানকেই ফিলিস্তিনি সমস্যা সমাধানের উপায় হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটের আয়োজন দরকার। তাতে এই ভূখণ্ডের সকল প্রকৃত অধিবাসী ও শরণার্থীদের অংশ নিশ্চিত করতে হবে। ইরানি বিদেশমন্ত্রী বলেন, ফিলিস্তিনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব কুদস দিবস ঘোষণা করেন ইমাম খোমেনি। এটি বিশ্বব্যাপী ফিলিস্তিনি জাতির সঙ্গে একাত্মতা প্রকাশের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করে। কুদস দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দিবসের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আর ইসরাইলি দখলদারির প্রতি ঘৃণা জানানো হয়।

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল