হামাসের হামলায় ৩ ইসরাইলি সেনার মৃত্যু
ত্রাণবাহী ‘হানদালা’ জাহাজে ইসরাইলি আক্রমণ

- আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
- / 443
পুবের কলম, গাজা : গাজার কাছে জলসীমায় হানদালা জাহাজে ইসরাইলি সৈন্যরা হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের এই অঞ্চলে প্রবেশ করতে বাধা দিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এবং বহু আন্তর্জাতিক সংস্থা ইসরাইলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। গাজার কাছে জলসীমায় হানদালা জাহাজে ইসরাইলি সৈন্যরা হামলা চালানোর সঙ্গে সঙ্গেই আইডিএফ হামাসের সঙ্গে সংঘর্ষে নতুন হতাহতের কথা স্বীকার করেছে।
ইসরাইলি সৈন্যরা হানদালা জাহাজে হামলা চালায় এবং আবারও বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের গাজায় প্রবেশ করতে বাধা দেয়। ইসরায়েলি সেনাবাহিনী হানজালা জাহাজটি দখল করে যা এই অঞ্চলের ১৭ বছরের অবরোধ ভাঙার জন্য গাজা উপকূলের দিকে যাচ্ছিল। জাহাজটিতে বিভিন্ন জাতির ২১ জন আন্তর্জাতিক কর্মী ছিলেন, যাদের মধ্যে ইউরোপীয় সংসদের সদস্য, শিল্পী এবং সাংবাদিকও ছিলেন।
গাজার অবরোধ ভাঙার জন্য ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন-এর বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাহাজটি যাত্রা করেছিল। হানদালা জাহাজটি ফ্রিডম ফ্লোটিলার ৩৭তম জাহাজ যা ২০০৭ সাল থেকে অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ইসরাইলি সরকারের গাজা উপত্যকার অবরোধ তুলে নেওয়ার লক্ষ্যে যাচ্ছে।
প্রতিরোধকামী সংগঠন এবং সরকারি ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলো গাজার জলসীমার কাছে সাহায্য জাহাজ হানদালাতে ইসরায়েলি কমান্ডোদের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। এটিকে জলদস্যুতার একটি স্পষ্ট কাজ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে বর্ণনা করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস একটি বিবৃতি জারি করে ইহুদিবাদী সরকারের হানদালা ত্রাণ জাহাজ জব্দ এবং এর যাত্রীদের অপহরণের ঘটনাকে সন্ত্রাসবাদ ও জলদস্যুতার একটি নতুন অপরাধ হিসেবে বর্ণনা করেছে এবং এটিকে মানব বিবেক ও ইচ্ছাশক্তির বিরুদ্ধে একটি স্পষ্ট চ্যালেঞ্জ বলে মনে করেছে।
পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনও একটি বিবৃতি জারি করে এই ঘটনাকে একটি স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছে এবং ঘোষণা করেছে, ‘হানদালা জাহাজে অভিযান দখলদার সরকারের একটি নতুন অপরাধ যা আন্তর্জাতিক কর্মীদের বিরুদ্ধে এই সরকারের আক্রমণের তালিকায় যুক্ত হয়েছে। গাজা উপত্যকায় অবস্থিত ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিসও এই অভিযানের নিন্দা জানিয়েছে, এটিকে সামুদ্রিক অপরাধ বলে অভিহিত করেছে এবং জাহাজে থাকা ব্যক্তিদের নিরাপত্তার জন্য দখলদার সরকারকে সম্পূর্ণরূপে দায়ী করেছে।
ইসরাইলি সামরিক সূত্র প্রতিরোধ বাহিনীর একটি অ্যামবুশে তাদের তিন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার ৬৬০ দিন পরও দখলদার ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরোধ বাহিনীর একটি অ্যামবুশে আটকা পড়ে এবং হতাহতের শিকার হচ্ছে। সর্বশেষ ঘটনা হল, ইজ্জ আল-দিন আল-কাসসাম এবং সারায়া আল-কুদস (ইসলামিক জিহাদের সামরিক শাখা) এর যোদ্ধারা যায়নবাদী বাহিনীর উপর প্রচণ্ড আঘাত হানে।
হামাস বাহিনী একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে একটি সাঁজোয়া গাড়িতে বোমা হামলা করে। বিশাল বিস্ফোরণে তিন সৈন্য নিহত হয়। ইসরায়েলি সামরিক সূত্রের স্বীকারোক্তি সত্ত্বেও, শাসক সেনাবাহিনী কেবল গোলানি ব্রিগেডের একজন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে এবং আরও বলেছে যে ছয়জন আহত হয়েছে।