ইউরোপা লিগে স্টেডিয়ামে নিষিদ্ধ হল ইসরাইলের ফুটবল সমর্থকরা

- আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
- / 74
পুবের কলম প্রতিবেদক: এবার ফুটবলের মাঠে বড়সড় নিষেধাজ্ঞার মুখে পড়ল ইসরাইল। সামনের নভেম্বর মাসের ৬ তারিখে ইংল্যান্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচ খেলার কথা রয়েছে ইসরায়েইলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের। সেই ম্যাচে স্টেডিয়ামে ইসরাইলি সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে অ্যাস্টন ভিলা। ইংলিশ প্রিমিয়ার লিগের নামী এই ক্লাব এ বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বার্মিংহাম সিটির সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (এসএজি), এরা ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচগুলির নিরাপত্তার দায়িত্বে থাকে। তারাই সম্প্রতি অ্যাস্টন ভিলাকে জানিয়েছে, মাকাবি তেল আবিবের কোনো বিদেশি সমর্থক ওই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকতে পারবেন না।
লন্ডনের স্টেডিয়ামে ইসরাইলি সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরাইলের বিদেশমন্ত্রীও অ্যাস্টন ভিলার এই সিদ্ধান্তটির কড়া সমালোচনা করেছেন। যদিও পাল্টা ক্লাবটি জানায়, স্থানীয় পুলিশ এসএজি-কে জানিয়েছে যে ওই ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে বিক্ষোভের সম্ভাবনা থাকবে। তাই তারা ঝুঁকি নিতে নারাজ। এ ব্যাপারে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, ‘বর্তমান গোয়েন্দা তথ্য এবং পূর্ববর্তী বিভিন্ন ঘটনা, বিশেষ করে ২০২৪ সালে আমস্টারডামে আয়াক্স ও মাকাবি তেল আবিবের ম্যাচে অশান্তি ছড়িয়ে পড়ার পাশাপাশি সাধারণ মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। চারিদিকে দাঙ্গা ছড়িয়ে পড়ে। বিদ্বেষমূলক অপরাধের ভিত্তিতে’ ম্যাচটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আমাদের পেশাদার বিবেচনায় আমরা মনে করি এই পদক্ষেপ জননিরাপত্তার ঝুঁকি কমাবে।’ উল্লেখ্য, গত বছর আমস্টারডামে ফিলিস্তিনপন্থী ও ইসরাইলি সমর্থকদের সংঘর্ষে অজস্র মানুষকে গ্রেফতার করা হয়েছিল। তাদের পাঁচজনকে জেলে পাঠানো হয়।