১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গোপনে মক্কায় প্রবেশ ইসরাইলি সাংবাদিকের সমালোচনার ঝড়

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 182

পুবের কলম ওয়েবডেস্কঃ­ ইসলামের পবিত্রতম স্থান মক্কায় এক ইসরাইলি সাংবাদিকের প্রবেশ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মক্কার বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও এলাকায় কীভাবে ওই ইহুদি সাংবাদিক প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। গত সোমবার ইসরাইলের ‘চ্যানেল ১৩’ নিউজে ইহুদি সংবাদিক গিল তামারির ১০ মিনিটের একটি ভিডিয়ো প্রচারিত হয়।

দেখা যায়, তামারি মক্কার বায়তুল্লাহ শরিফের খুব কাছাকাছি স্থান দিয়ে গাড়িতে করে ভ্রমণ করছিলেন। পরে তিনি আরাফাতের ময়দানে যান। এসব জায়গায় অমুসলিমদের যাওয়া নিষিদ্ধ। আর বিষয়টি জেনেও তামারি তার পরিচয় লুকিয়ে মুসলিমদের পবিত্র স্থানে গিয়ে ভিডিয়ো বানান। অভিযোগ, গাইডের কাছেও পরিচয় গোপন করেন তামারি। ভিডিয়োতে হিব্রু বলার সময় তিনি আস্তে বলতেন আবার পরিচয় লুকানোর জন্য ইংরেজিতে বলতেন।

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী এসাউই ফ্রেইজ পুরো বিষয়টি নিয়ে দু­খ প্রকাশ করেন। বলেন, ‘তামারি যা করেছে সেটা পুরোপুরি বোকামি। তার ভিডিয়োটি ছিল দায়িত্বজ্ঞানহীন।’ ভিডিয়োটি প্রচারের পর টু্যইটারে হ্যাশট্যাগ ‘মক্কার গ্র্যান্ড মসজিদে ইহুদি’ ভাইরাল হয়ে যায়। টু্ইটারে এক ব্যক্তি লেখেন, ‘ইসরাইলে আমার প্রিয় বন্ধুরা, একজন ইহুদি ইসলামের পবিত্র মক্কা শহরে প্রবেশ করেছেন এবং সেখানে নির্লজ্জভাবে ভিডিয়ো করেছেন।

আরও পড়ুন: প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল

ইসলাম ধর্মকে এভাবে আঘাত করার জন্য আপনার প্রতি একরাশ ঘৃণা। আপনি অভদ্র।’ জানা গেছে, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সফর কভার করতে জেদ্দায় যান তামারি। পরে পরিচয় গোপন করে মক্কায় প্রবেশ করেন তিনি। এর জন্য যথাযথ অনুমোদন নিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। ব্যাপক সমালোচনার মুখে পড়ে অবশ্য তামারি পরে ক্ষমা চান। টু্ইটারে লেখেন, ‘যদি কেউ এই ভিডিয়োতে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। মক্কার গুরুত্ব ও ধর্মের সৌrদর্য্য প্রদর্শনই আমার উদ্দেশ্য ছিল।’

আরও পড়ুন: সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০২৪, ৭০ শতাংশ হত্যার জন্য দায়ী ইসরাইল

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোপনে মক্কায় প্রবেশ ইসরাইলি সাংবাদিকের সমালোচনার ঝড়

আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ­ ইসলামের পবিত্রতম স্থান মক্কায় এক ইসরাইলি সাংবাদিকের প্রবেশ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মক্কার বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও এলাকায় কীভাবে ওই ইহুদি সাংবাদিক প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। গত সোমবার ইসরাইলের ‘চ্যানেল ১৩’ নিউজে ইহুদি সংবাদিক গিল তামারির ১০ মিনিটের একটি ভিডিয়ো প্রচারিত হয়।

দেখা যায়, তামারি মক্কার বায়তুল্লাহ শরিফের খুব কাছাকাছি স্থান দিয়ে গাড়িতে করে ভ্রমণ করছিলেন। পরে তিনি আরাফাতের ময়দানে যান। এসব জায়গায় অমুসলিমদের যাওয়া নিষিদ্ধ। আর বিষয়টি জেনেও তামারি তার পরিচয় লুকিয়ে মুসলিমদের পবিত্র স্থানে গিয়ে ভিডিয়ো বানান। অভিযোগ, গাইডের কাছেও পরিচয় গোপন করেন তামারি। ভিডিয়োতে হিব্রু বলার সময় তিনি আস্তে বলতেন আবার পরিচয় লুকানোর জন্য ইংরেজিতে বলতেন।

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী এসাউই ফ্রেইজ পুরো বিষয়টি নিয়ে দু­খ প্রকাশ করেন। বলেন, ‘তামারি যা করেছে সেটা পুরোপুরি বোকামি। তার ভিডিয়োটি ছিল দায়িত্বজ্ঞানহীন।’ ভিডিয়োটি প্রচারের পর টু্যইটারে হ্যাশট্যাগ ‘মক্কার গ্র্যান্ড মসজিদে ইহুদি’ ভাইরাল হয়ে যায়। টু্ইটারে এক ব্যক্তি লেখেন, ‘ইসরাইলে আমার প্রিয় বন্ধুরা, একজন ইহুদি ইসলামের পবিত্র মক্কা শহরে প্রবেশ করেছেন এবং সেখানে নির্লজ্জভাবে ভিডিয়ো করেছেন।

আরও পড়ুন: প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল

ইসলাম ধর্মকে এভাবে আঘাত করার জন্য আপনার প্রতি একরাশ ঘৃণা। আপনি অভদ্র।’ জানা গেছে, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সফর কভার করতে জেদ্দায় যান তামারি। পরে পরিচয় গোপন করে মক্কায় প্রবেশ করেন তিনি। এর জন্য যথাযথ অনুমোদন নিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। ব্যাপক সমালোচনার মুখে পড়ে অবশ্য তামারি পরে ক্ষমা চান। টু্ইটারে লেখেন, ‘যদি কেউ এই ভিডিয়োতে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। মক্কার গুরুত্ব ও ধর্মের সৌrদর্য্য প্রদর্শনই আমার উদ্দেশ্য ছিল।’

আরও পড়ুন: সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০২৪, ৭০ শতাংশ হত্যার জন্য দায়ী ইসরাইল