Gaza-তে একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইলি বাহিনী
- আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 742
পুবের কলম, ওয়েবডেস্ক: গাজা (Gaza) শহরের সাবরা এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে একই পরিবারের অন্তত ২৫ জনকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। রবিবার ভোরে সাবরা এলাকার কয়েকটি বাড়ি লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হলে এ প্রাণহানি ঘটে। আগস্টের শেষ দিক থেকেই ট্যাঙ্ক নিয়ে ওই এলাকায় অভিযান চালাচ্ছিল ইসরাইল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পর ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে (Israeli attack kills at least 25 from the same family in Gaza City homes)। তবে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা খালি হাতে মাটি খুঁড়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন আটকে থাকতে পারেন। এখনও ভেতর থেকে চিৎকার শোনা যাচ্ছে। এক হতভাগ্য সদস্য বলেন, “আমি সমগ্র বিশ্বের কাছে আবেদন করছি, দয়া করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়স্বজন জীবন্ত চাপা পড়ে আছে। আমরা তাদের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কাছে পৌঁছাতে পারছি না।”
তিনি আরও অভিযোগ করেন, ধ্বংসস্তূপে কাজ করা উদ্ধারকারীদের ওপর ইসরাইলি ড্রোন গুলি চালাচ্ছে। “আমরা যখনই পৌঁছানোর চেষ্টা করি, ড্রোন গুলি চালায়। প্রতি পাঁচজন পুরুষ চেষ্টা করলে, চারজন নিহত হয় আর একজন বেঁচে থাকে।” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের ছোট গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। আরেকটি ভিডিওতে এক মা বিলাপ করছেন— “আমার সব সন্তানকে হারালাম।”
















































