‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’, ট্রাম্পের ভাষণের মধ্যেই প্রতিবাদে সরব ইসরাইলের বিরোধী সাংসদ

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 80
পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা চলাকালীনই প্রতিবাদে ফেঁটে পড়লেন এক বিরোধী সাংসদ। সংসদ সদস্যের প্রতিবাদের মুখে ট্রাম্পকে কিছুক্ষণের জন্য তাঁর বক্তৃতা থামাতে হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলেছে, ট্রাম্প যখন বক্তৃতা করছিলেন, সে সময় ইসরাইলের একজন বিরোধী সাংসদ ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি প্ল্যাকার্ড তুলে ধরে প্রতিবাদ জানান। এরপর এ নিয়ে হট্টগোল শুরু হলে প্রতিবাদী সাংসদকে সংসদ ভবন থেকে বের করে দেওয়া হয়। সংসদের স্পিকার আমির ওহানা শৃঙ্খলার বজায় রাখার আহ্বান জানান।
এর আগে চুক্তি অনুযায়ী ইসরাইলি জিম্মি মুক্তি ও ফিলিস্তিনি বন্দিদের ছাড়ার মধ্যেই ইসরাইলে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি পার্লামেন্টে ভাষণ দেন এবং বন্দিদের মুক্তির ঘটনাকে নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর বলে মন্তব্য করেন।